বাঙালি মানেই তো আড্ডা আর চা। নর্থ কলকাতায় সেই ঐতিহ্য এখনও বয়ে আসছে। সন্ধ্যা হলেই রক এ বসে চা খাওয়া ও তেলে ভাজর দোকানে ভিড়। সাউথ কলকাতাতেও কিন্তু, বেশ সুন্দর গোছানো ছোট ছোট কফি হাউসে গড়ে উঠছে এখানে-সেখানে।
তাই আজ বন্ধুদের সঙ্গে সময় কাটাতে, আড্ডা দিতে চলে এলাম গোলফগ্রিন এর ট্রাভেলিস্থান (Travelisthan) এ।পুরো জায়গাটা বাঙালি সাজে সজ্জিত; কিন্তু এখানে নানান জায়গার স্বাদ ও পাবেন আপনারা। নানা বয়সের লোক এখানে বসে সময় কাটায়- কেউ স্টুডেন্ট, কেউ কর্মরত আবার কেউ প্রেমিক-প্রেমিকা।জায়গাটা আট থেকে আশি অবধি সকলের জন্যে প্রযোজ্য।
এখানে মাকাইবাড়ি (Makaibari) দার্জিলিঙের স্বাদ আপনি পাবেন।তাছাড়া ফার্স্ট ফ্লাশ ও সেকেন্ড ফ্লাশের চা ও পাওয়া যায়।
বাঙালিরা অবশ্য জুজু ইসল্যান্ড এর ওয়াটারমিলন জুজু ড্রিঙ্কটা খুব পছন্দ করছে।
তাহলে এই মডার্ন যুগে এসে কোথাও কি হারিয়ে যাচ্ছে বাঙালিয়ানা? হয়তো হ্যাঁ আবার হয়তো না।
তবে চায়ের স্বাদ সত্যি অমৃত, মনে হবে ঠিক যেন দার্জিলিংয়ে বসে উপভোগ করছি।
সব মিলিয়ে জমে ক্ষীর। কখন যে সময় কেটে যাবে তা আপনি নিজেও বুঝতে পারবেন না।