গ্লোবাল ওয়ার্মিং-এর কারণে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে| আর এই আবহাওয়ার সাথে খাপ খাওয়ানোর জন্য বহু প্রাণীকেই বদলে ফেলতে হচ্ছে তাদের চরিত্র| সম্প্রতি, বিজ্ঞানীরা জানিয়েছেন, এই আবহাওয়ায় টিকে থাকার জন্য ছোট হচ্ছে বহু পরিযায়ী পাখির প্রজাতি|
বিগত ৪০ বছর ধরে প্রায় ৭০,০০০ পরিযায়ী পাখির উপর করা একটি গবেষণা থেকে জানা গেছে, ধীরে ধীরে আবহাওয়া পরিবর্তনের সাথে খাপ খাওয়াছে এইসব প্রজাতি| বিজ্ঞানীরা জানিয়েছেন, তারা খেয়াল করেছেন বেশিরভাগ প্রাণীই আকারে ছোট হয়ে যাচ্ছে|
মিচিগান ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং লেখক ব্রিয়ান উইক জানিয়েছেন, এই পৃথিবীতে প্রচুর প্রাণী রয়েছে এবং তাদের মধ্যে বিভিন্নতাও রয়েছে| কিন্তু তা স্বত্ত্বেও আবহাওয়া পরিবর্তনে সাড়া দেওয়ার জন্য একই পথ বেছে নিয়েছে সকল প্রজাতি| তিনি বহুদিন ধরেই প্রাণীর উপর ক্লাইমেট চেঞ্জের প্রভাব নিয়ে গবেষণা করছেন| তিনি জানিয়েছেন, যেইভাবে প্রাণীরা নিজেদের পরিবর্তন করছে তা সত্যিই এলার্মিং| তিনি জানিয়েছেন, এই পরিবর্তন আবার জায়গা, সময়, লাইফ ইভেন্ট প্রভৃতি দেখেও সম্পন্ন হচ্ছে| জানা গেছে, আবহাওয়া পরিবর্তনের ফলে বডি মর্ফোলজিতে প্রচুর পরিবর্তন এসেছে| গবেষণার একটি তথ্য থেকে জানা গেছে, ১৯৭৮ সাল থেকে ২০১৬ সালের মধ্যে পরিযায়ী পাখিদের পায়ের নিচের হাড়গুলি মূলত ছোট হয়েছে ২.৪ শতাংশ হারে| সেই একই মুহূর্তের মধ্যে পরিযায়ী পাখিদের দানার দৈর্ঘ্য বেড়েছে প্রায় ১.৩ শতাংশ হারে| গবেষণায় প্রমানিত হয়েছে, দিন দিন পরিবেশ গরম হয়ে যাওয়ার ফলেই পরিযায়ী পাখির আকার ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে যা ঘুরে পাখির দানার আকার বাড়াতে সাহায্য করেছে|