সুন্দর হাসির জয় সর্বত্র। এই সুন্দর হাসির জন্য যে জিনিষটা সবচেয়ে প্রয়োজনীয় সেটা হলো সুন্দর ঝকঝকে দাঁত। আমাদের অনেকেরই কোলের জলের কারণে দাঁতে হলদে ছোপ পড়ে যায়। কখনো বা ধূমপানের কারণে দাঁতে দাগ হয়। নানা কারণেই দাগ হতে পারে কিন্তু সেই দাঁত দেখলে অনেক লোকই প্রশ্ন করেন "দাঁত হলুদ কেন?" আর আপনাকে সেই প্রশ্নের উত্তর খুঁজতে হবে না কারন আপনার হাতের কাছেই রয়েছে দাঁতকে ঝকঝকে করার একটি ঘরোয়া সামগ্রী। তেজপাতা সবার রান্নাঘরের একটি অপরিহার্য বস্তু। সেই তেজপাতা কিভাবে ব্যবহার করবেন পরিষ্কার দাঁত পাওয়ার জন্য চলুন তা জেনে নেই। সমপরিমান তেজপাতা আর কমলেবুর খোসা বা পাতি লেবুর খোসা এবং ২টি লবঙ্গ দিয়ে নেবেন। প্রথমে মিহি করে তেজপাতা গুঁড়ো করে নিন। লেবুর খোসাও শুকিয়ে মিহি করে লবঙ্গের গুঁড়োর সাথে মিশিয়ে নিন। সব উপকরণ একসাথে মিশিয়ে তাতে মেশান সামান্য লবন। এই মিশ্রণটি সামান্য জলের সাথে মিশিয়ে সপ্তাহে ২ থেকে ৩ দিন অন্তত একবেলা করে দাঁত মাজুন। দুটো কথা অবশ্যই মাথায় রাখবেন: লেবুর খোসা সম্পূর্ণ শুকনো হতে হবে এবং রোজ এটি ব্যবহার করা যাবে না নাহলে দাঁতের ক্ষতি হতে পারে।