কলকাতার নতুন মেয়র আসার পর পরই বিভিন্ন অঞ্চলে যাতে পরিশুদ্ধ জল সরবরাহ করা যায়, সে বিষয়ে নজর দিয়েছিলেন। এবারে তার প্রতিফলন দেখা গেল জেলাতেও। জল প্রকল্পে নতুন সিদ্ধান্ত রাজ্যের। মুর্শিদাবাদ জেলার আদিবাসী অধ্যুষিত মোট ২৭টি গ্রাম এই প্রকল্পের আওয়াতায় থাকছে। যার জন্য উন্নয়ন দফতর থেকে ৭৫ লক্ষ ২৭ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। জানা গিয়েছে যে, উক্ত অর্থ থেকে ৩০ শতাংশ টাকা বরাদ্দ করা হয়েছে।
এছাড়াও রাজ্য সরকারের পক্ষ থেকে শহরের ওয়াটার এটিএম-গুলিকে আদিবাসী গ্রামের জল প্রকল্প গুলিতে রূপান্তরিত করার পরিকল্পনা করা হয়েছে। উক্ত বিষয়ে জেলা শাসক পি উলগানাথন বলেছেন, এই প্রকল্পের জন্য় হাজার হাজার মানুষ বেশ উপকৃত হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই প্রকল্পের কাজ শুরু করে দেওয়া হবে। গত বছরই এই প্রকল্পের জন্য জেলার ২০টি আদিবাসী গ্রামকে রাজ্য সরকারের পক্ষ থেকে অনুদান দেওয়া হয়েছিল। যার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ফের চলতি বছরে আবার ২৭ টি গ্রামকে এই প্রকল্পের আওতায় আনার জন্য সরকার সিদ্ধান্ত নেয়। পরিশ্রুত জল পাওয়ার জন্য গ্রাম গুলিতে পাম্প, রিজার্ভার ও ট্যাপ বসানো হবে। জানা গিয়েছে যে এই বিশাল রিজার্ভারের জন্য খরচ হবে প্রায় ২ লক্ষ ৭৮ হাজার ৮০০ টাকা। আদিবাসী এই গ্রাম গুলিতে জলের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। তাই এখানকার মানুষ নলকূপ ও পুকুরের নোংরা জল খেয়ে জীবন ধারন করছিল। কিন্তু উক্ত ব্যবস্থার ফলে বেশ উপকৃত হবে গ্রামের মানুষ। তবে এই ২৭টি গ্রামের মধ্যে থাকছে নবগ্রাম, সাগরদিঘি ব্লকের মৌজাও। জানা গিয়েছে, নবগ্রামে ইতোর, দামরুল, গারেরা, পুনডি, গুড়া, আইরা, তেলকার দাফারপুর, নারায়ণপুর, চানক প্রভৃতি সহ ১৪টি মৌজা রয়েছে। আর সাগরদিঘি এলাকায় রয়েছে নাওপাড়া, কাঞ্চিয়া বিষ্ণুডাঙা, অলঙ্কার, সামসাবাদ, চণ্ডীগ্রাম রঘুনাথপুর প্রভৃতি সহ ১৩টি মৌজা। তবে চলতি মাসে এ নিয়ে ২০দিনের মধ্যে দু’ধাপে মোট ৪৭টি জল প্রকল্পের অনুমোদন পেল জেলা প্রশাসন।