Clean city in West Bengal: পশ্চিমবঙ্গের সবচেয়ে পরিচ্ছন্ন শহর কোনটি?

পরিস্কার-পরিচ্ছন্ন সমাজ আমাদের সকলেরই কাম্য। সুস্থ সমাজে থাকতে কে না চায়? কিন্তু জানেন কী পশ্চিমবঙ্গের সবচেয়ে পরিচ্ছন্ন শহর কোনটি?

ভারতবর্ষের হাউজিং ও আরবান অ্যাফেয়ার্স মন্ত্রকের ২০২৩ সালের স্বচ্ছ ভরত শহরের তালিকা প্রকাশিত হয়েছে। আর সেখানে গঙ্গার পশ্চিম তীরের শহর বৈদ্যবাটি পরিষ্কার-পরিচ্ছন্ন শহরের নিরিখে পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে।

ভারতের প্রায় ১ লক্ষ শহরের মধ্যে এই সমীক্ষা করা হয়েছিল। এর মধ্যে বৈদ্যবাটি দেশের মধ্যে ৪২৬ নম্বরে ও পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে। ২০২৪ সালের জানুয়ারি মাসে রাজ্য সরকার পুর ও নগরোন্নয়ন দফতরের মাধ্যমে বৈদ্যবাটি শহরকে কথা জানিয়েছে। সেই কারণে স্বাভাবিকভাবেই আনন্দের জোয়ারে ভাসছে বৈদ্যবাটি।

পরিস্কার-পরিচ্ছন্নতার এই সমীক্ষা একটি বিশেষ দল সম্পন্ন করে। তারা বেশ কিছুদিন নির্দিষ্ট শহরে এসে সেখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করে। গত বছর সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় মন্ত্রকের ১৬ জনের একটি প্রতিনিধি দল বৈদ্যবাটি শহরে এসেছিল। তারা প্রায় এক সপ্তাহ ধরে শহরের বর্জ্য নিষ্কাশন, পৃথকীকরণ ও তার পুনর্ব্যবহারের বিষয়গুলি খতিয়ে দেখে। এরপর তারা সেই সমীক্ষার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করে, আর সেখানেই বৈদ্যবাটি পশ্চিমবঙ্গের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তকমা লাভ করেছে।

প্রসঙ্গত, রিপোর্ট কার্ড থেকে জানা যাচ্ছে, বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহের কাজ প্রায় ৯৬% সুষ্ঠভাবে সম্পন্ন করেছে বৈদ্যবাটি এবং প্রায় ৮৩% বর্জ্যকে তারা পচন ও অপচনশীলভাবে উপযুক্ত কাজে ব্যবহার করেছে। এছাড়াও জনসাধারণের জন্য ব্যবহৃত শৌচালয় ৮৩% এবং বসবাস উপযোগী স্থান ও বাজারহাট এলাকার ৯৪% স্থান সম্পূর্ণভাবে পরিষ্কার ছিল।

এটা শেয়ার করতে পারো

...

Loading...