বড়দিনে প্রেক্ষাগৃহে ৪টে ছবি একসাথে, কে কাকে টক্কর দেবেন বক্স অফিসে?

বছর শেষের দিকে মানেই ফুরফুরে শীতের আমেজ সাথে বড়দিনের মজা। শীতের আমেজে অনেকেই পিকনিক, পার্টিতে মেতে থাকেন। এটাই নাকি চল। তবে, গত কয়েক বছর ধরে একটা অন্য চল চলছে এই সময়টায়। সেটা হল সিনেমা। এই সময়টায় প্রায় অনেক ছবি মুক্তি হয়।

এই ফেস্টিভ মুডে সিনেমা দেখতে ভীড় জমান বহু সিনেমাপ্রেমীরা। আবার বহুবার সেই ভীড়ে সামিল হন একাধিক নির্মাতারা ও প্রযোজনা সংস্থাগুলি। চলতি বছরের পুজোতেই মুক্তি পেয়েছে একগুচ্ছ বাংলা ছবি। দর্শকদের মন ছুঁয়ে হিটও করেছে সেই ছবিগুলো।

এবার বড়দিনেও সেই একই ঘটনা ঘটল। মুক্তি পাচ্ছে বেশ কয়েকটি তাবড় তাবড় অভিনেতাদের দুর্দান্ত ছবি। সেই তাবড় অভিনেতারা হলেন মিঠুন চক্রবর্তী, দেব, প্রভাস ও শাহরুখ খান। বছরশেষে একটা হাড্ডাহাড্ডি লড়াইতে যোগ দিয়েছেন একে অপরের সাথে। বাংলার মহাগুরু, বলিউডের বাদশা, সুপারস্টার দেব এবং সাউথের প্রভাস একসাথে নেমেছেন সেই টক্কর লড়াইতে।

1701764667_kabuliwala-pradhan-trailers

২১ ডিসেম্বর, বৃহস্পতিবার মুক্তি পেয়েছে কিং খানের ‘ডাঙ্কি’। প্রথম দিনের প্রথম শো থেকেই মাতিয়ে বেরাচ্ছেন এসআরকে। সকাল থেকে দেশজুড়ে সব শো হাউসফুল যাচ্ছে। রিপোর্ট সুত্রে জানা যাচ্ছে যে রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’ প্রথম দিনে বক্স অফিসে ৩০ থেকে ৩৫ কোটি টাকার ওপেনিং করতে পারে। এর আগে চলতি বছরে আরঈ দুটো ছবি করেছেন শাহরুখ। 'পাঠান' এবং 'জওয়ান'। সেই দুই ছবির সাফল্য এবং 'ডাঙ্কি'-র অগ্রিম টিকিট বুকিংয়ের প্রায় ১৫ কোটি টাকা আয়ে হয়েছে। সেই দিকে দেখলেই বোঝা যাচ্ছে এই ছবি হিট হবেই।

অন্যদিকে, ২২ ডিসেম্বর অর্থাৎ শুক্রবার, অর্থাৎ আজ মুক্তি পেল তেলেগু ছবি সালার: পার্ট ১ - সিজফায়ার'। এই ছবি ইতিমধ্যে অগ্রিম টিকিট বুকিং থেকে প্রায় ৩০ কোটি টাকা আয় করে ফেলেছে। বেশ কয়েকবছর ধরে বলিউডকে টক্কর দিতে নেমেছে দক্ষিণী ছবি। আর সেটায় প্রায় ব্যাপক সাড়া ফেলছে দর্শকদের মধ্যে। তাই প্রভাসের এই ছবিও ভালো মতন টক্কর দিতে নেমেছে, এটা বুঝতে কোনও দ্বিধা নেই।

এবার আসা যাক, টলি ইন্ডাস্ট্রিতে। ২২ ডিসেম্বর, অর্থাৎ আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেল দুই বহু প্রতীক্ষিত বাংলা ছবি মিঠুন চক্রবর্তীর 'কাবুলিওয়ালা' ও দেবের 'প্রধান'।

কিরকম টক্কর দেবে দুই ছবি? প্রসঙ্গত দেবের সঙ্গে মিঠুন চক্রবর্তীর একসঙ্গে কাজও করেছেন এর আগে। অন্যদিকে, নাচের রিয়্যালিটি শোতে মহাগুরুর আসনে 'ডিস্কো ডান্সার'-মিঠুন এবং অন্যদিকে সেই শোয়ের বিচারক ছিলেন টলিউড সুপারস্টার দেব। এমনিতে ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। সেটা সবাই জানে। তাহলে কি এবার দুজনের মধ্যে লড়াই হবে যে কার ছবি এগিয়ে থাকবে আর কার ছবি পিছিয়ে? এই বিষয়ে এক সংবাদ মাধ্যমে নিজেদের মত পরিবেশন করলেন দুই ছবির সুপারস্টার। কি বলছেন তাঁরা?

সম্প্রতি আমেরিকায় রয়েছেন ‘কাবুলিওয়ালা’ ওরফে মিঠুন চক্রবর্তী। প্রথমেই তিনি যতগুলো ছবি রিলিজ করেছে সবাইকে শুভ কামনা জানিয়েছেন। তিনি চান যে সবার সিনেমাই চলুক সাথে তাঁর সিনেমাও।

অন্যদিকে দেব জানালেন যে এটা লড়াই সবার। তিনি আরও জানান যে যখন 'কাবুলিওয়ালা'-র ট্রেলার মুক্তি পায় তখন তিনি মিঠুন চক্রবর্তী এবং পরিচালক সুমনের সাথে ফোনে কথা বলে জানান যে ‘কাবুলিওয়ালা’ জাতীয় পুরস্কার পাবেই। তাঁর মতে এই বছরের সেরা ট্রেলার ‘কাবুলিওয়ালা’।

তিনি আরও বলেন যে তাঁর এই লড়াইটা আজকের নয়, বহু বছরের। ‘৮৩’ হিন্দি ছবি মুক্তির সময় এসভিএফ প্রযোজনা সংস্থার 'কাকাবাবু' ছবিটা তৈরি ছিল একেবারে। কিন্তু ওদের শর্ত দেওয়া হয়েছিল যে কোনও সিনেমা হলে ‘কাকাবাবু’ শেয়ার করা যাবে না। তিনি তখন শ্রীকান্ত মোহতাকে ফোন করে এই কাজ করতে বারণ করতে বলেছিলেন। তাঁর মতে, তাঁরা যদি সেই জায়গাটা ছেড়ে দেয় তাহলে কোনওদিন মাথা উঁচু করে বাঁচতে পারবেন না। তিনি নিজেও শাহরুখের বড় ফ্যান। সেদিন তাঁর কথা কেউ শোনেননি। তবে আজ তিনি খুশী যে এবার ‘কাবুলিওয়ালা’ আনা হয়েছে। তিনি বাংলা দর্শকদের একটাই কথা বলতে চান, যে বাংলার ছবি দেখতে যাতে হলগুলো তাঁরা ধরে রাখতে পারে। তিনি বলেন যে তিনি খুব খুশী হবেন যদি বক্স অফিসের নিরিখে তাঁদের দুটো ছবি মেলে এবং বলি সিনেমার দুটো ছবিকে পেছনে ফেলতে পারে।

প্রসঙ্গত, অভিজিৎ সেন পরিচালিত ও অতনু রায়চৌধুরী প্রযোজিত 'প্রধান' ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন দেব। তাঁর বিপরীতে দেখা যাবে টেলি অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুকে। এছাড়াও অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, মমতা শঙ্কর, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সোহিনী সেনগুপ্তর মতো তাবড় শিল্পীরা।

অন্যদিকে, সুমন ঘোষ পরিচালনায় বড় পর্দায় ফের আসছে 'কাবুলিওয়ালা'। যেখানে নাম ভূমিকা দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে এবং ছোট্ট মিনির চরিত্রে দেখা যাবে শিশুশিল্পী অনুমেঘা কাহালিকে। জানে গিয়েছে এই ছবিতে ফুটে উঠবে ১৯৬৫-এর কলকাতার চিত্র এবং মূল গল্পের সঙ্গে থাকবে বাস্তবিক প্রেক্ষাপটের মিশেল। পরিচালক গল্প বেশ কিছু পরিবর্তন করছেন। এই ছবিতে মিঠুন, অনুমেঘা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আবির চট্টোপাধ্যায় ও সোহিনী সরকার। এছাড়া ছবির প্রযোজনা করছে এসভিএফ ও জিও স্টুডিওজ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...