বিয়েতে নানা অভিনব উদ্যোগ নেওয়া এখন মানুষের খুব সাধারণ একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে| কেউ ইকোফ্রেন্ডলি বিয়ে করছে তো কেউ বিবাহের নিমন্ত্রণপত্র হিসেবে দিচ্ছে পটেড প্ল্যান্ট| কেউ বা আবার বিয়ের আগে একটি নির্দিষ্ট জায়গা জুড়ে ১০০টি গাছ লাগানোর অঙ্গীকার করেছেন| সম্প্রতি খবরের শিরোনামে উঠে এসেছেন সুরাটের একজন স্থপতি| তিনি জানিয়েছেন, বিয়ের সময় একটি বিশেষ এলাকা জুড়ে মোট ১০০টি গাছ লাগাবেন তিনি| ইতিমধ্যেই রেলওয়ে প্রটেকশন ফোর্সের উদ্যোগে একটি মাইক্রো বনাঞ্চল গড়ার অঙ্গীকার করেছেন তিনি| ইতিমধ্যেই ১০০টি গাছের চারা লাগিয়ে ফেলেছেন|
২৫ বছর বয়সী জিয়ান পাথারওয়ালা ডিসেম্বরের ২৯ তারিখ বিয়ের দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য ওইদিন ‘কার্বন নিউট্রাল’ বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি| কার্বন নিউট্রাল বিয়ের অর্থ কি? কার্বন নিউট্রাল বিয়ের অর্থ হলো পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইডের পরিমান কমিয়ে একেবারে শুন্যে নিয়ে যেতে| এই বিয়ের অভিনবত্ব হলো পাত্রের মতো পাত্রীও তার দেশে একইভাবে গাছ লাগিয়ে বিয়ের দিনকে স্মরণীয় করে রাখবেন| পাত্রী হলেন নাগপুরের আলিফিয়া|
দুই পরিবারের যৌথ সম্মতিতেই কার্বন নিউট্রাল বিয়ের সিদ্ধান্ত নিয়েছে রিয়ান এবং আলিফিয়া| রিয়ান জানিয়েছে, সে একা নয় তার এই কাজে সাহায্য করেছে তার পরিবারও| তারাও গাছ লাগানোর কাজে সমানভাবে হাত লাগিয়েছে| এই অভিনব প্রয়াসের পিছনে তাদের বক্তব্য, প্রতিটি মানুষ প্রতিদিন যে পরিমান কার্বন ডাইঅক্সাইড উত্পন্ন করছে, কিছু গাছ লাগানোর ফলে সেই কার্বন ডাইঅক্সাইডের প্রভাব কিছুটা হলেও কমবে, জানিয়েছেন হবু পাত্র| জিয়ান আরোও জানিয়েছেন, যতদিন না পর্যন্ত গাছগুলি সম্পূর্ণ বড় হচ্ছে ততদিন পর্যন্ত এই গাছের খেয়াল রাখবেন তিনি| বিয়েতে উপহারস্বরূপ যে টাকা তিনি পাবেন সেই টাকাও গাছের উন্নতি প্রকল্পে দান করবেন তিনি|