জাঁকিয়ে ঠান্ডা রাজ্যে রবিবারের পর থেকে

 

পশ্চিমি ঝঞ্ঝার জেরেই শনি ও রবিবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। এই ঝঞ্ঝা সরে যাওয়ার সঙ্গে সঙ্গেই পারদ নেমে যাবে রবিবারের পর, এমনটাই আশা করছে আবহাওয়া অফিস।

                উল্লেখ্য, ডিসেম্বরের মাঝামাঝি হতে চললো, এখনও জাঁকিয়ে ঠান্ডা পড়েনি রাজ্যে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৪ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। পূর্বাভাসে জানানো হয়েছে, শীতের যাবতীয় পরিস্থিতি উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে তৈরী। পশ্চিমি ঝঞ্ঝা কেটে গেলেই ঠান্ডা পড়বে। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে রাজস্থানেও ঘূর্ণাবর্ত রয়েছে। এর জেরে আগামী ২৪ ঘন্টায় জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঝড় হতে পারে পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় ই দিল্লিতে। আগামী ৪৮ ঘন্টায় এই ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত ক্রমশ উত্তর-উত্তরপূর্ব দিকে সরবে। পশ্চিমি ঝঞ্ঝার ঘূর্ণাবর্ত ক্রমশ সরে উত্তর-পূর্ব দিকে এগোলে বৃষ্টি হবে উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার এবং সিকিমে। এর জেরে সিকিম সংলগ্ন উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই আশা করাই যায়, আসন্ন বড়দিন এবং ক্রিসমাস উৎসবে বাঙালি শীতের মেজাজ পাবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...