মহানগরী’র গল্প

'মহানগরী'

The city of dreams

মুম্বই শহর। প্রত্যেক শহরের নিজস্ব কিছু স্বাদ অছে। সেইরকম মুম্বই শহরের এক আলাদা দর্শন আছে।  আছে বেঁচে থাকার জন্য লড়াই। সমাজের সবচেয়ে নিচু স্তরের মানুষ থেকে শুরু করে সমাজের সবচেয়ে উঁচু স্তরের মানুষের মধ্যে রয়েছে বেঁচে থাকার লড়াই, রয়েছে ক্ষমতার লড়াই। সেই শহরে আছে স্বপ্ন, হাজার হাজার স্বপ্ন হয়ত চাপা পড়ে, কিন্তু এই শহর খুব জেদি। স্বপ্ন পূরণের জন্য জাগিয়ে রাখবে মানুষকে। তাই ধীরে ধীরে মনের কোণায় থাকা ছোট স্বপ্ন এক ভয়ঙ্কর রূপ নিয়ে নেয়। হয়ে যায় বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য। তাই এই মহানগরী হয়ে ওঠে 'মায়ানগরী' : city of dreams.

 

'মায়ানগরীর গল্পকথা'

 সম্প্রতি রিলিজ করেছে 'নাগেশ কুকুনুর' এর নির্দেশনায় এক নতুন ওয়েব সিরিজ 'city of dreams'। এই মায়ানগরীর কথাতো প্রথমেই খানিকটা বলা হলো। আরো কিছুটা বলা যাক। এই সিরিজটির মধ্যে মিশে রয়েছে অনেক গল্প, যেটা একে অপরের সাথে যুক্ত'অমেয়া রাও গাইকাওর্ড' এর অস্বাভাবিক ভাবে মৃত্যু দিয়ে সিরিজটি শুরু হয়, রাস্তায় যাওয়ার পথে দুই বাইকবাহিনী তাঁর গাড়ির সামনে এসে দাঁড়ায় ও পর পর তিন রাউন্ড গুলি ফায়ার করে। এই দিয়ে শুরু হয় ক্ষমতা ও স্বপ্নের কাহিনী। এই মার্ডার করার পদ্ধতিটা ৯০ এর দশকেই দেখতে পাওয়া যেত। সেটাই সবার মাথায় চলতে থাকে। 

সিরিজটির মধ্যে দেখা যায় কে ক্ষমতায় বসবে তার এখন চরম লড়াই। গাইকাওর্ড এর দুই সন্তান, প্রথাগত দিক থেকে দেখতে গেলে ছেলেরাই বাবার পরে গদির অধিকারী। কিন্তু মেয়েও যদি সমান অধিকারী হয়?  মেয়েটি যদি গায়কোয়ার্ডের ছেলের থেকে বেশি দায়িত্ববান হয় তবে?  হ্যাঁ তবেই লেগে যায় এক যুদ্ধ। শুরু হয় নিজেকে প্রমান করার প্রতিযোগিতা।

 গায়েকোয়ার্ড এর মেয়ে পূর্ণিমা গায়েকোয়ার্ড এর ভূমিকায় অভিনয় করতে দেখা যায় 'প্রিয়া বাপাটকে' কাহিনী যথেষ্ট রোমাঞ্চকর হলেও সিরিজটি একটু বলিউড নিয়ম ঘেঁষা বলা চলে। কাহিনীসূত্র গুলি যথেষ্ট সতর্ক হাতে বোনা। কিছু মুহূর্ত এত সুন্দর করে গড়ে তোলা হয়েছে যা দর্শকের গায়ে হিম ধরাতে বাধ্য। 

 

 

'অবশেষে'

অবশেষে দেখা যায় ক্ষমতার লড়াই মানুষকে কোনদিকে নিয়ে যেতে পারে। মায়ানগরীর সব গল্পের অবসান ঘটে। কিছু গল্পের পরিণতি হয়ে সুখের আর কিছুর অন্তিম পরিণতি হয়। শেষে মহানগরী দাঁড়িয়ে থাকে স্তব্ধ হয়ে।

ক্ষমতায় আসে পুর্ণিমা। শহর চলতে থাকে নিজের মত। এই লড়াইয়ে হারিয়ে আছে আপনজন, তবুও স্বপ্ন বোনে মহানগরী প্রতিদিন। 

 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...