পশ্চিমি ঝঞ্ঝা কেটে গেলেও আবার একটি ঝঞ্ঝা তার পেছন পেছন আসছে বলে জানাচ্ছে আবহাওয়াবিদেরা। কাজেই ঠান্ডা পড়লেও আবার পারদ চড়বে। আপাতত দক্ষিণবঙ্গে আর বৃষ্টি হচ্ছেনা। আবার ঠান্ডা জাঁকিয়ে পড়ার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। কিন্তু তবুও নিশ্চিন্ত হওয়ার কথা শোনা যাচ্ছেনা হাওয়া অফিস থেকে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানা গেছে, শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি থামলেও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দিন ধরেই বৃষ্টি চলবে উত্তরবঙ্গে এমনটাই জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গে আজ চলবে মেঘ-রোদের খেলা। তবে আকাশে মেঘ থাকায় রোদের তীব্রতা অনেকটাই কম থাকবে। বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা দুই ডিগ্রি কম। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস থাকবে, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি হবে। জেলাতেও শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই। এর মধ্যেও আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার এক ধাক্কায় তাপমাত্রা বেশ কিছুটা নেমে যেতে পারে। সংক্রান্তিতেও ঠান্ডা থাকবে বলে মনে করছেন হাওয়া অফিসের বিজ্ঞানীরা।উত্তরবঙ্গের দার্জিলিং ও সিকিমে তুষারপাত হতে পারে বলে জানানো হয়েছে। শনি এবং রবিবার রাজ্য জুড়ে কুয়াশার দাপট দেখা যেতে পারে। কাজেই পৌষের যে ক'টা দিন বাকি রয়েছে, সেই সময়ের মধ্যে তেমন ঠান্ডা পড়ার পূর্বাভাস নেই।