পুজোতে চালু হতে চলেছে 'এক্স-রে ব্যাগেজ স্ক্যান' ব্যবস্থা

বহু প্রতীক্ষিত 'এক্স-রে ব্যাগেজ ইন্সপেকশান সিস্টেম’ চালু করতে চলেছে কলকাতা বিমানবন্দর। পুজোর আগেই, আগামী দু’মাসের মধ্যে এই তদারকি ব্যবস্থা চালু হয়ে যাবে বলেই মনে করছেন আধিকারিকেরা।

কলকাতা বিমানবন্দর সাতটি চেক-ইন পোর্টালের কম্প্যুটার টোমোগ্রাফি-র এক্স-রে মেশিনের তদারকি সম্পূর্ণ হয়েছে। ট্রান্সপোর্টেশান সিকিওরিটি এডমিনিশট্রেশানের(টিএসএ)-এর দল কিছু দিন আগে কলকাতায় আসার পরিকল্পনা করেছিল। কিন্তু তাঁদের দেরিতে আসার কারণ, দিল্লির এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া-র আধিকারিকেরা আগে ছোট-ছোট বিমান বন্দরে এই আইএসএটি পরীক্ষা করে দেখতে চেয়েছিলেন।

বেনারস ও লখনৌ বিমান বন্দরে ইতিমধ্যে এই ব্যবস্থা চালু হয়েছে। কলকাতায় যদিও আটটি সিটিএক্স যন্ত্র বসানো হবে বলে জানানো হয়েছে। আটটি যন্ত্রের মধ্যে সাতটি ইতিমধ্যে চালু হয়েছে। অক্টোবর থেকে আট নম্বরটি চালু হবে বলে মনে করা হচ্ছে।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...