ভারতে তৃতীয় বার্ষিকীতে পা দিল সিট্রোয়েন (Citroën)। আর তাই ক্রেতাদের কথা মাথায় রেখে একাধিক উদ্যোগ নিয়েছেন কর্মকর্তারা।
জানা গিয়েছে যে Citroën ইন্ডিয়া এবার দেশে C3 এবং e-C3 মডেলের ব্লু এডিশন লঞ্চ করতে চলেছেন। এই নতুন মডেলের গাড়িগুলি পাওয়া যাবে ফিল ও শাইন ভ্যারিয়েন্টে। এছাড়া বল্ডিলাইন এবং ছাদের গ্রাফিক্স কসমো ব্লু এবং পোলার হোয়াইট কিংবা স্টিল গ্রে স্কিমে পাওয়া যাবে। জানা গিয়েছে যে এই নতুন মডেলে এয়ার পিউরিফাইয়ার, কাপ হোল্ডার, ফগ ল্যাম্প, ORVM, কাস্টোমাইসেড সিট কভার, সিল প্লেটস, নেক রেস্ট, সিট-বেল্ট কুশানের মতন একাধিক নতুন বৈশিষ্ঠগুলি নিয়ে আসতে চলেছে।
জানা গিয়েছে যে এই C3 ব্লু মডেলটি পেট্রোল ইঞ্জিন বিকল্পগুলিকে ধরে রেখেছে। এছাড়া চালকরা ১.২ লিটার টার্বো ইঞ্জিন বেচে নিতে পারেন, যা ১০৯ bhp সরাবরাহ করে। একটি ছয়-স্পিড ম্যানুয়াল বা অটো গিয়ারবক্স থাকবে।
একটি ২৯.৩ kWh ব্যাটারি এবং একটি বৈদ্যুতিক মোটর থাকবে যা ৫৭ Ps শক্তি এবং ১৪৩ Nm উৎপাদন করে।
বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে Citroën C3 রেঞ্জ এখন ৫.৯৯ লাখ থেকে শুরু হবে। যেখানে এর মূল্য ৬.৬৬ লাখ। গ্রাহকদের প্রায় ১৭০০০ কম টাকায় পাওয়া যাবে। এছাড়া C3 এয়ারক্রস-এর দাম এই মাসের জন্য থাকছে ৮.৯৯ লাখ, যা আসল দাম থেকে ১ লাখ কমিয়ে আনা হয়েছে।
তাহলে আর দেরি না করে চটপট কিনে ফেলুন Citroën-এর এই মডেলটি।
বিশদে জানতে যোগাযোগ করুন
ব্যানার্জি Citroën – শোরুম রয়েছে আসানসোল এলাকায়, যোগাযোগ করতে এই নম্বরে কল করুন - +91 90460 07701