ভারতের বাজারে টাটা সংস্থার কুপে এসইউভি কার্ভ আসার আগেই গ্রাহকদের সামনে এল এক নতুন খবর। জানা গিয়েছে এবার সিট্রোয়েন সংস্থা কার্ভের মতোই নিজেদের এসইউভি কুপ আনতে চলেছে। সম্প্রতি এই গাড়ির টেস্টিংয়ের ছবি সকলের সামনে প্রকাশ্যে এসে গিয়েছে।
কেমন দেখতে মডেল, কী নতুন ফিচার্স রয়েছে এই নতুন এসইউভি গাড়িতে? চলুন আজ জেনে নেওয়া যাক বিশদে।
জানা গিয়েছে ভারতের সবচেয়ে প্রতিযোগিতামূলক কম্প্যাক্ট SUV সেগমেন্টে আরও বৈচিত্র্য দিতে সিট্রোয়েন তৈরি করেছে নিজস্ব ব্যাসাল্ট কুপ এসইউভি। জানা গিয়েছে ব্যাসাল্ট ভিশন ধারণার ওপর ভিত্তি করেই এই মডেলটিকে প্রস্তুত করা হয়েছে। সম্প্রতি প্রোডাকশন-স্পেক মডেলের সর্বশেষ টেস্টিং মিড ভেরিয়েন্ট মডেলটি কভার ছাড়াই সকলের কাছে প্রকাশ্যে এসেছে। ভিডিওতে এই গাড়িতে একটি স্পাই Citroën C3 এয়ারক্রসের মতো দেখা গেছে। কিন্তু কুপে ঢালু ছাদ সহ নিয়ে এসেছে কোম্পানি। সমস্ত বৈশিষ্ট্য সহ একটি হাই-স্পেক ট্রিমও থাকবে এই গাড়িতে।
জানা গিয়েছে যে এই বিশেষ ইঞ্জিরিয়ারিং নমুনাতে অ্যালয় হুইল এবং প্রজেক্টর এলইডি হেডলাইটের অভাব রয়েছে, যেটা ব্যাসাল্ট ভিশন ধারণায় দেখা গিয়েছে। এই পরীক্ষার বিশেষ ORVM-এ টার্ন ইন্ডিকেটর দেওয়া হয়েছে।
সিট্রোয়েন সি৩ এয়ারক্রস এসইউভি-তে ১৭ ইঞ্চি ক্লোভার-লিফ ডিজাইনের অ্যালয় হুইল রয়েছে। ফলে, ব্যাসাল্ট পোর্টফোলিওতে সি৩ এয়ারক্রসের অবস্থান করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া সম্ভবত অ্যালয় হুইল পাওয়া যাবে।
এছাড়া এই বৈশিষ্ট্যগুলিতে ভবিষ্যতে ফেসলিফ্টের আকারে C3 এয়ারক্রসেও অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ এটি এলইডি প্রজেক্টর হেডলাইট, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, অটো-ডিমিং আইআরভিএম, রেইন-সেন্সিং ওয়াইপার, অটো হেডলাইট, চাবিহীন এন্ট্রি, পুশ-বাটন স্টার্ট, বায়ুচলাচল আসন এবং আরও অনেক বৈশিষ্ট্য পাওয়া যাবে।
চলতি বছরের মাঝামাঝি সিট্রোয়েন কোম্পানির গাড়িগুলিতে আরও ভাল নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছে। ফলে, দেখা গিয়েছে যে আসন্ন এই মডেলটিতে ৬টি এয়ারব্যাগ, এয়ারব্যাগ, ISOFIX পয়েন্ট এবং সিটবেল্ট রিমাইন্ডারের সাথে সমস্ত ভেরিয়েন্টে স্ট্যান্ডার্ড হিসাবে আসবে।
অন্যদিকে, পাওয়ারট্রেনের ক্ষেত্রে এটি একটি ১.২এল, তিন সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এছাড়া Citroen Basalt-এর স্পোর্টি পজিশনিং বিবেচনা করে, আশা করা যাচ্ছে যে এই ইঞ্জিনের শুধুমাত্র টার্বোচার্জড ভার্সন ব্যাসাল্টের সাথে দেওয়া হবে, যা ১১০ PS পিক পাওয়ার এবং ১৯০ Nm পিক টর্ক উৎপন্ন করবে।
জানা যাচ্ছে যে চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের শেষের দিকে চালু হওয়ার সম্ভবনা রয়েছে।
আরও জানতে চান এই বিষয়ে? তাহলে আজই যোগাযোগ করুন সিট্রোয়েনের এই ডিলারডের সাথে।
ব্যানার্জি সিট্রোয়েন- শোরুম রয়েছে আসানসোল এলাকায়।
কল করুন এই নম্বরে- +91 9046007701