Circular Journey Ticket: এক টিকিটেই ৫৬ দিনের ট্রেন যাত্রা কীভাবে করবেন?

ভারতীয় রেলে যাত্রার জন্য নানা ধরনের টিকিট যেমন রিজার্ভেশন, জেনারেল, তৎকাল, কারেন্ট টিকিট বুকিং-এর সুবিধা রয়েছে। কিন্তু অনেকেই জানেন না যে ট্রেনের এমন একটি টিকিট রয়েছে যেটির বৈধতা ৫৬ দিনের। অর্থাৎ এক টিকিটেই ৫৬ দিনের ট্রেন যাত্রা করতে পারবেন যাত্রীরা।

তবে শুধুমাত্র একটি ট্রেনে যাত্রা নয়, বরং এই টিকিটের মাধ্যমে একাধিক ট্রেনেও যাত্রা করতে পারবেন ভ্রমণপ্রেমী  মানুষরা। এটি হল ভারতীয় রেলের সার্কুলার জার্নি টিকিট, যা বেশ কয়েকটি স্টেশনের যাত্রা কভার করে থাকে। যাত্রীরা যে কোনও ক্লাসে ভ্রমণের জন্য কিনতে পারেন এই সার্কুলার টিকিট।

কিন্তু ভ্রমণবিলাসীরা হঠাৎ এই টিকিট কাটতে পারবেন না। অর্থাৎ ভারতীয় রেলের টিকিট কাউন্টার থেকে সরাসরি এই  টিকিট কাটা যাবেনা। এর জন্য প্রথমে আবেদন জমা দিতে হবে। যাত্রীরা কোন গন্তব্যে যাওয়ার পরিকল্পনা করছেন তা ট্রেনের কর্মীদের জানিয়ে সার্কুলার জার্নি টিকিটের আবেদন করতে হবে। তারপর এই টিকিট পাওয়া যাবে। কিন্তু এই সামান্য ঝক্কি পার করলেই অনেক কম খরচে ট্রেন যাত্রা হয়ে উঠবে আরও সুন্দর।

এটা শেয়ার করতে পারো

...

Loading...