এবার কোচবিহারের পর্যটন ও ইতিহাসকে কেন্দ্র করেই বাংলায় পূর্ণদৈর্ঘ্যের ছবি তৈরি হচ্ছে। সেই ছবিতে সকল দর্শকদের কাছে কোচবিহার শহরকে একটু আলাদা ভাবে তুলে ধরা হবে। অর্থাৎ কোচবিহারের কৃষ্টি,সংস্কৃতি এবং পর্যটনকে তুলে ধরা হবে এই ছবির মাধ্যমে।
জানা গিয়েছে যে এই ছবিতে অভিনয় করতে চলেছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায় সহ টলিউডের বেশকিছু বিখ্যাত অভিনেতা-অভিনেত্রীরা। এছাড়া এই ছবিতে শুধুমাত্র তারকা নয়, অভিনয় করতে দেখা একাধিক স্থানীয় শিল্পীদের। তাঁদের সকলের অভিনয় যথেষ্ট পরিমাণে তুলে ধরা হয়েছে পুরো ছবিটায়।
এক সংবাদমাধ্যমে নির্মাতারা জানিয়েছেন যে এই ছবির নাম রাখা হয়েছে ‘মীরা’ এবং তাঁদের আশ্বাস এই ছবির মাধ্যমে বহু মানুষ কোচবিহারের প্রতি আগ্রহী হবেন। এই সিনেমার পরিচালনার দায়িত্বে রয়েছেন বাবাই সেন। অন্যদিকে এই ছবির প্রযোজক হল সজল বর্মন এবং রাজ ঠাকুর। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অশোক ভদ্র।
পরিচালক বাবাই সংবাদমাধ্যমে জানান যে ২ ঘন্টার বেশি সময়ের সিনেমায় মোট তিনটি গান থাকবে। এছাড়া তিনি আরও জানান যে এই ছবিতে মদনমোহন বাড়ির পুরোহিতের চরিত্রে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়। তিনি প্রথম দফার অভিনয় শেষ করে কলকাতা শহরে ফিরে গিয়েছেন। আবার কোচবিহারে আসবেন বাকি অংশের শ্যুটিং-এর জন্য।
সিনেমার প্রযোজক সজল বর্মন জানিয়েছেন যে এই সিনেমাটি কোচবিহারের পর্যটন ঐতিহ্যকে নির্ভর করে একটি গল্প সাজিয়ে তৈরি করা হয়েছে। তাই কোচবিহারের শিল্পীরাও রয়েছেন এবং এই সিনেমা করার একটা কারণ হল মানুষের কাছে কোচবিহারকে তুলা ধরা।
অন্যদিকে প্রযোজক রাজ ঠাকুর জানান যে এই সিনেমার শ্যুটিংয়ের পরবর্তী এডিটিং-সহ সমস্ত কাজ মুম্বইয়ে করা হবে। শুধু বাংলা ভাষা নয়, হিন্দি, তামিল ও মারাঠি ভাষাটেও এই চলচ্চিত্রটি মুক্তি পাবে।
সম্প্রতি প্রেক্ষাগৃহ এবং ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়ার কাজ চালানো হচ্ছে এবং এই সিনেমাটির সমস্ত কাজ দ্রুত সম্পন্ন করে দর্শকদের সামনে আনার চেষ্টা চলছে।