কিছু কিছু কালজয়ী সিনেমার রেশ থেকে যায় বছরের পর বছর| সেরকমই একটি সিনেমা তৈরি হয়েছিল ১৯৭৫ সালে| ধর্মেন্দ্র, শর্মিলা ঠাকুর, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, ওম প্রকাশ খ্যাত সিনেমা ‘চুপকে চুপকে’|
জানা গেছে, রিমেক তৈরি হচ্ছে জনপ্রিয় এই সিনেমাটির যাতে বোটানির অধ্যাপক পরিমল ত্রিপাঠি তথা ড্রাইভার প্যায়ারে মোহনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউডের হার্টথ্রব রাজকুমার রাও-কে| এই বিষয়ে অভিনেতা জানিয়েছেন, সিনেমার স্ক্রিপ্ট লেখার কাজ ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গেছে| ‘জাজমেন্টাল হ্যায় কয়া’ খ্যাত অভিনেতা জানান, ৪৪ বছর আগে তৈরি হওয়া সিনেমার মতো কোয়ালিটি এখনকার সিনেমায় না থাকলেও তারা যতটা সম্ভব কোয়ালিটি বজায় রাখার চেষ্টা করছেন|
সূত্রের খবর, এই প্রজেক্টটির সাথে জড়িত রয়েছেন ভূষণ কুমার এবং লভ রঞ্জনও| এই প্রসঙ্গে বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র জানান, যেহেতু প্রচুর মানুষ অরিজিনাল ভার্সনটি দেখে নিয়েছেন তাই নতুন পরিচালকের কাছে এই সিনেমার রিমেক বানানো বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে|