সদ্যই পালিত হয়েছে বড়দিন উৎসব। ক্রিসমাস ট্রি, কেক, আড্ডা সব মিলিয়ে জমিয়ে এই উৎসব পালন করেছে কলকাতাবাসী। বাদ যায়নি তারকারাও। রাজ-শুভশ্রী থেকে শুরু করে গৌরব-ঋদ্ধিমা, কাঞ্চন-শ্রীময়ী সবাই আনন্দে মেতে উঠেছেন তাদের পরিবারের সাথে।
এই দিন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির সোশ্যাল মিডিয়ার ধরা পড়েছে তাঁর ছোট্ট দুই খুদে ইউভান ও ইয়ালিনি। ইউভানকে লাল-সাদা জামায় দেখতে অপূর্ব লাগছিল, আর ইয়ালিনি সেজেছে লাল পোশাকে। মাথায় ব্যান্ড আর বড় চশমাতে তাকে আরও মিষ্টি লাগছে। রাজ নিজেও লাল টি-শার্ট পরে যোগ দিয়েছেন খুদেদের সঙ্গে। মায়ের সঙ্গে ঘর সাজানোর কাজে ব্যস্ত দুই ভাই-বোন। দাদা ইউভান ছোট্ট বোনকে বলে উঠেছে, “ইয়ালিনি সান্তাক্লজ়!”
অন্যদিকে, বছর শেষের ক্রিসমাস সন্ধ্যে উপভোগ করেছে গৌরব-ঋদ্ধিমা পুত্র ধীর-ও। মা-বাবার কোলে বসে কখনও সে ক্যামেরার সামনে পোজ দিয়েছে, আবার কখনও তাদের কাছ থেকে উপহার নিতে ব্যস্ত সে। ধীরের জামায় সান্তার টুপি, উপহারের বাক্স, কেকের নক্সা। ঋদ্ধিমা ও গৌবরের সোশ্যাল মিডিয়ায় ধরা পড়েছে তাদের তিনজনের মিষ্টি মুহুর্ত।
তবে এই ক্রিসমাসের আনন্দ থেকে বাদ যাননি কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টরাজ। সদ্যই মা হয়েছেন শ্রীময়ী। তাদের মেয়ের নাম কৃষভি। কিন্তু নানা কারণে সমালোচনা তাদের পিছু ছাড়তে নারাজ। তবে তাতে কি আছে! সেসব কথা ভুলেই উৎসবে মেতে উঠেছেন তাঁরা। মেয়ে ছোট, তাই বিশেষ জাঁকজমক না করলেও অভিনেত্রী জানিয়েছেন, আগামী বছর দায়িত্ব নিয়ে মেয়ের জন্য বিশেষ আয়োজন করবেন।