আবারও এক বিশ্বরেকর্ড| চলতি বছরের মার্চ মাসেই মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ক্রিস্টিনা কচ| তার মধ্যেই পেগি উইটসনের ২৮৮ দিনের দীর্ঘতম মহাকাশ অভিযানের রেকর্ডকে ভেঙে ফেললেন এই মহিলা নভশ্চর| নাসার তরফ থেকে রেকর্ড গঠন করা এই মহাকাশচারীর উদ্দেশ্যে এসেছে শুভেচ্ছাবার্তা|প্রচুর মানুষ রি-ট্যুইট করেছেন নাসার এই পোস্টটির|
জানা গেছে, এক একবারে মোটামুটি ৬ মাসের জন্য মহাকাশে থাকে স্পেস ফ্লাইটগুলি| কিন্তু ক্রিস্টিনা ৩২৮ দিনের জন্য যাত্রা করে মহাকাশের উদ্দেশ্যে| কিন্তু লক্ষ্য থেকে মাত্র ১২ দিনের দূরত্বেই থেমে যেতে হয় তাঁকে| আর ১২ দিন কাটিয়ে ফেললেই তিনি ২০১৬ তে স্কট কেলির গড়া রেকর্ডকেও ভেঙে দিতে সমর্থ হতেন| প্রসঙ্গত, চলতি বছরের অক্টোবরেই ক্রিস্টিনা এবং জেসিকা মেয়র স্পেস স্টেশনের বাইরে প্রথম অল ফিমেল স্পেসওয়াক করে অন্য একটি রেকর্ড গড়েছেন|
দৃষ্টান্ত স্থাপন করা এই নভশ্চর জানানলেন, তার এই সাফল্য বিজ্ঞানের জন্য খুবই উপকারী প্রমান হতে চলেছে| তিনি জানালেন, দীর্ঘদিন মহাকাশে থাকার ফলে একজন মানুষের শরীরের উপর শুন্য মাধ্যাকর্ষণ শক্তির কতটা প্রভাব পড়ে তা নিয়ে বিস্তারিতভাবে গবেষণা করতে পেরেছেন তারা| এই গবেষনার ফলাফল ভবিষ্যতে চাঁদ বা মঙ্গলে নভশ্চর পাঠানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে বলেও জানান তিনি|
জানা গেছে, ২০১৮ সালে অবসর নেওয়া ৫৭ বছর বয়সী পেগি উইটসন এখনও প্রথম স্থান ধরে রেখেছেন| তার মহাকাশে সবচেয়ে বেশিদিন কাটানোর রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেননি| তিনি তিনবারে মোট ৬৬৫ দিন অতিবাহিত করেছেন মহাশুন্যে|ক্রিস্টিনা আর ১২ দিন থাকলে এই রেকর্ডটিও ভাঙতে পারতেন|
#Repost @nasa with repostsaveapp
— Freddy. A (@FredKrudger) December 29, 2019
・・・
It’s a new day. It’s a new dawn.
Astronaut Christina Koch (@Astro_Christina) sets a record today, Dec. 28, for the longest single spaceflight by a woman, eclipsing the… https://t.co/FR6H50qZnk