ফের পর্তুগাল শিবিরে রোনাল্ডো

সালটা ছিল ২০১৮, ফিফা বিশ্বকাপে রাউন্ড অফ সিক্সটিনে শেষবারের মত পর্তুগালের জার্সি গায়ে উরুগুয়ের বিরুদ্ধে খেলতে নামে সে। উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে পর্তুগাল বিদায় নিলে নতুন ক্লাব জুভেন্তাসে যোগদান করে রোনাল্ডো। সামনেই ইউরো কাপ ২০২০ কোয়ালিফায়ার, তাই আবার ন্যাশনাল ডিউটির’ ডাক পড়েছে তার। দীর্ঘ নয় মাস পর আবার পর্তুগালের জার্সি গায়ে নামতে দেখা যাবে তাঁকে। সি আর সেভেন কে দলে ফিরে পেয়ে যথেষ্ট উচ্ছসিত দল সহ গোটা টিম ম্যানেজমেন্ট।  আগামি ২২ ও ২৫ মার্চ ইউক্রেন ও সার্বিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ২০১৬ সালের ইউরো কাপ জয়ী দল। রোনাল্ডো ছাড়াও দলে অন্য স্ট্রাইকার থাকলেও স্কোয়াডে সি আর সেভেনের উপস্থিতি যে আলাদা ঐতিহ্য বহন করে তা অস্বীকার করার কোনও অবকাশ নেই।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...