অবৈধ বোলিং অ্যাকশনের জন্য তিন মাস সাসপেন্ড করা হল কলকাতা নাইট রাইডার্সের বোলার ক্রিস গ্রিন। ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে ৯০ দিনের জন্য সাসপেন্ড করেছে। ডিসেম্বরে নিলামে বেস প্রাইজ ২০ লক্ষ টাকায় কলকাতা তুলে নেয় এই স্পিন বোলারকে।
বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডার এর হয়ে খেলার সময় তিনি অভিযুক্ত হন। অবৈধ বোলিং এর জন্য এই সাসপেনশন। অস্ট্রেলিয়া বোর্ড তাকে নিষিদ্ধ ঘোষণা করায় এই মরসুমে সিডনি থান্ডারের হয়ে আর বল করতে দেখা যাবে না এই বোলারকে।
অস্ট্রেলিয়ার হয়ে ঘরোয়া টি-টোয়েন্টি লিগ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ভাল পারফর্ম করার জন্য তাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে বিগ ব্যাশে তার বোলিং নিষিদ্ধ ঘোষণা করা হলেও আইপিএলে তিনি বল করতে পারবেন কলকাতার হয়ে। তবে আইপিএল কমিটি এক্ষেত্রে তার বোলিং দেখতে পারে। তারপর তাকে ছাড়পত্র দেওয়া হতে পারে।