‘ক্রিস্টোফার হেনরী গেইল, নাম হি কাফি হ্যায়’। টি২০ ক্রিকেটে সর্বকালের সেরা ব্যাটসম্যান। যিনি ছন্দে থাকলে একাহাতে প্রতিপক্ষের বোলিং লাইনআপকে বিপর্যস্ত করে দিতে পারেন। তার কাছে টি২০ তে শতরান করাটা যেন কিছুই নয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সব থেকে বেশি ছয় মারা থেকে শুরু করে সব থেকে বেশি সেঞ্চুরি, সকল রেকর্ডের অধিকারি তিনি। আইপিএল ইতিহাসে ৬টি সেঞ্চুরি ও ২৯৬টি ৬ আছে তার। এমনকি আইপিএলে সর্বোচ্চ ‘ইন্ডিভিজুয়াল স্কোর’ ১৭৫ রানও তার জিম্মায়। অবার আরও একটি পালক যোগ হল তার মুকুটে। সোমবার রাজস্থানের বিরুদ্ধে ৪৭ বলে ৭৯ রান করে আইপিএলে সবচেয়ে দ্রুততম ৪ হাজার রান করার রেকর্ডে করলেন তিনি। দ্বিতীয় স্থানে আছে সানরাইজার্স হায়দ্রাবাদের প্রাক্তন অধিনায়ক ডেভিড ওয়ার্নার, আর তৃতীয় স্থানে আছে ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। এর বাইরেও আরও একটি রেকর্ডের অধিকারি হতে পারেন তিনি। আইপিএলের পরবর্তী ম্যাচে গেইল যদি আরও ৪টি ওভারবাউন্ডারি হাঁকিয়ে দিতে পারে তাহলে আইপিএলে ৩০০ টি ওভারবাউন্ডারি মারার মুকুটও উঠবে তার মাথায়।