জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ উপলক্ষে জিয়ো বাংলার স্টুডিওতে উপস্থিত ছিল চোরবাগান সার্বজনীন দুর্গোৎসব সমিতির সদস্যরা। সঞ্চালক ইকেবানার সাথে পুজোর আড্ডা @জিয়ো বাংলা অনুষ্ঠানে আড্ডার ছলে ক্লাবের নানাকথা ভাগ করে নিলেন ক্লাবের দুই সহ আহবায়ক শ্রী সঞ্জীব রাহা এবং শ্রী বিকাশ দাস। উপস্থিত ছিলেন প্রচার সচিব শ্রী কাজল মান্না।
আড্ডার ছলে তারা জানালেন, তাদের ক্লাব এইবছর পদার্পন করলো ৮৪ তম বছরে। এই বছর যে থিম দর্শনার্থীদের সামনে উপস্থাপন করতে এই ক্লাব মাত্রা হলো 'দৃষ্টি থাক সৃষ্টিতে'। ধুধুলের ছোবড়া দিয়ে চাদর বানিয়ে তা দিয়ে তৈরী হচ্ছে মণ্ডপ। প্রায় ১৫ লক্ষ ধুধুল ব্যবহৃত হচ্ছে এই কাজের জন্য।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবছর তাদের পুজোর উদ্বোধন হয় বৃদ্ধাশ্রমের মায়েদের হাত ধরে। পুজো ছাড়াও পথশিশুদের বস্ত্রদান থেকে শুরু করে, পথবাসীদের জন্য কম্বল বিতরণের মতো কাজও করা হয় এই ক্লাবের পক্ষ থেকে। এছাড়াও থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য ওষুধপত্রের যোগানও দেয় এই ক্লাব। দর্শনার্থীদের নিরাপত্তার জন্য ২৫০ জন বেসরকারি নিরাপত্তাকর্মী বহাল থাকছে মণ্ডপে। এছাড়াও মন্ডপাঞ্চলে থাকছে ৩৮টি সিসিটিভি। বয়স মানুষ এবং বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষদের জন্য থাকছে হুইলচেয়ারের সুবিধা। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন খাওয়াদাওয়ার ব্যবস্থা থাকলেও নবমীর দিন মায়ের জন্য মহাভোজের আয়োজন করা হয়। ঐদিন মায়ের কাছে নিবেদিত ভোগ বিতরণ করা হয় পাড়ার সকলের মধ্যে। এই ক্লাবটি ঠিক কি উপহার দিতে চলেছে দর্শনার্থীদের তা জানতে হলে অবশ্যই পৌঁছে যেতে হবে এই ক্লাবটিতে।
এই ক্লাবটির ঠিকানা দেওয়া হলো আপনাদের সুবিধার জন্য রাম মন্দির, সিমলা, মাছুয়াবাজার, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল ৭০০০০৭।