'জানে তু.. ইয়া জানে না' দিয়েই বলিউডে পরিচিতি আমির খানের ভাইপো ইমরান খানের। প্রথম সিনেমাতে চকোলেট বয়ের ভূমিকায় তার অভিনয় মন কেড়ে নিয়েছে সকল দর্শকেরই। এর আগে 'কেয়ামত সে কেয়ামত তক' সিনেমায় একজন চাইল্ড অ্যাকটর হিসেবে কাজ করলেও বড় বয়সে করা ‘জানে তু.. ইয়া জানে না'ই তাকে খ্যাতির শিখরে নিয়ে যায়। আমির খানের ভাইপো হওয়ার সুবাদে প্রথম থেকেই বেশ জনপ্রিয় এই অভিনেতা। কিন্তু বর্তমানে তার কাছে যেমন নেই টাকা তেমন নেই কোনো কাজ।
হাতে কোনো কাজ নেই এইমুহূর্তে। তাকে শেষ দেখা যায় ‘কাট্টি-বাট্টি' তে। এরপরে আর কোনো ছবিতে খুব একটা দেখা যায়নি আমির ভাইপোকে। সম্প্রতি জানা গেছে, হাতে কাজ না থাকার কারণে ব্যাঙ্ক ব্যালেন্সও টান পড়েছে অভিনেতার। অন্যদিকে, বি-টাউনে আবার তার বিবাহিত জীবন নিয়ে চলছে অন্য গসিপ। জানা গেছে, স্ত্রী অবন্তিকার সাথে বিচ্ছেদ হতে চলেছে অভিনেতার। যদিও এই ব্যাপারে ইমরান বা অবন্তিকার তরফ থেকে অফিসিয়ালি কিছু জন্য যায়নি তবুও বি-টাউন বলছে, বিচ্ছেদ হতে চলেছে এই দম্পতির। সম্প্রতি, অবন্তিকার মা মুখ খোলেন এই বিষয়ে। তিনি জানান, কাজ না থাকার ফলে ধীরে ধীরে জমানো টাকা সব শেষ হয়ে যায়। গত চার বছর ধরে ইমরানের সংসার চালাতো অবন্তিকার পরিবার। এই নিয়ে এই দম্পতির মধ্যে অশান্তি ছিল তুঙ্গে। রোজকার এই অশান্তি প্রভাব ফেলে ছোট্ট ইমারার উপরেও। এরপরেই অবন্তিকা তার মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যান। অবশেষে উভয়ের পক্ষ থেকে বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, আর্থিক অনটনের কারণেই এই দম্পতির মনে জন্ম দিয়েছিলো নানা অশান্তির আর তার ফলস্বরূপই এই সিদ্ধান্ত।