এই প্রথম সাজবে শহর ‘ঋতু উৎসব’-এ চিত্রাঙ্গদার সাথে

রূপান্তরকামী মানেই সুন্দরী রূপসী মন কিন্তু কাষ্ঠল চেহারা, এই টালমাতাল জীবনের সঙ্গতি না থাকায় তাঁরা মন খুলে উড়তে পারে না, এগাতে পারে না জীবনে মুক্ত ভাবে|

ঋতুপর্ণ ঘোষ নামটা সবার জানা| আমরা আজও ভুলতে পারিনি তাঁকে, ১৩সালে তাঁর মৃত্যুর পর অনেক রূপান্তরকামীরা হতাশ হন| ২০১৪ সালে তাঁকেই উৎসর্গ করেই তৈরী হয় মেঘ সায়ন্তনীর নাচের দল ‘রুদ্র পলাশ’| তারপর প্রতিবছর নৃত্যনাট্য উৎসব অর্থাৎ ‘ঋতু উৎসব’ আয়োজিত হয়|

এই বছর ঋতু উৎসবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্রাঙ্গদা’-কে নতুন রূপে প্রকাশ করতে চলেছে রুদ্র পলাশের নৃত্যনাট্য নাম ‘আমিই চিত্রাঙ্গদা’| তাঁদের প্রশ্ন, তাঁদের জীবনের সাথে আই নাট্যের কোনো অমিল কোথায়? মেঘ সায়ন্তনী জানায়, ‘রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদায় কিন্তু স্পষ্ট করে কুরূপা বলে কোনও চরিত্রের নাম দেওয়া নেই| তাঁর চেহারার বর্ণনায় কুরূপের কথা আছে| আমরাও তাই রূপের কু-সু বিচার না করে দু’টো সত্তাকে দেখাতে চেয়েছি এই নৃত্যনাট্যে’|

৮ই জুলাই রূপান্তরকামী আইনজীবী মেঘ সায়ন্তনীর পরিচালনায় এই অনুষ্ঠান হবে আইসিসিআর সভাঘরে| রুদ্র পলাশ এর পক্ষ থেকে এই অনুষ্ঠানে কিছু বিশিস্ট মানুষের হাতে ঋতু সম্মান দেওয়া হবে|

এটা শেয়ার করতে পারো

...

Loading...