চিরদিনই আমি যে তোমার

চিরদিনই আমি যে তোমার’- ‘তুমি যে আমার’ নয়। ধারাবাহিকের কনসেপ্টটা আসলে একেবারে অন্যরকম। একজন স্বামী যে কিনা নিজের স্ত্রীর জন্য নিবেদিতপ্রাণ। নিজেকে সারা জীবন তারই ভাবতে চায়, স্ত্রী নাই’বা নিজের ভাবল তাকে।

আগামী ২৯ জুলাই থেকে বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘চিরদিনই আমি যে তোমার’। নির্ভেজাল রোম্যান্টিক ফ্যামিলি ড্রামা এই ধারাবাহিক। গল্পের কেন্দ্রে রয়েছে রণদীপ নামের একজন আপাদমস্তক ভাল মানুষ। পাশাপাশি রয়েছে অনুরাধা নামের একটি সাধারণ মেয়ে। বোলপুরের এই অনুরাধা সাধারণ হয়েও অসাধারণ। মধ্যবিত্ত ঘরের মেয়ে হলেও সে লেখাপড়া, গান, নাচ সবেতে পটু। হারতে শেখেনি সে। অন্যায় মেনে নিতে আর মানিয়ে নিতেও আপত্তি তার। আবির নামে একটি ছেলেকে ভালবাসে সে। কিন্তু তার মা এই প্রেমের ঘোর বিরোধী। কারণ বাড়ির বড় মেয়ে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছে। ফলে, ছোট মেয়েও যদি ওই পথে পা বাড়ায় তা নিয়ে বেজায় চিন্তিত তারা। কিন্তু ছোট মেয়েও তো ভালবাসে একজনকে। কিন্তু সে বাবা-মায়ের সম্মানহানি হতে দিতে চায় না। তা সে যাই হোক, আবিরের সঙ্গে সম্পর্কটা তার ভেঙে যায়। তার বিয়ে ঠিক হয় কলকাতার ছেলে রণদীপ বসাকের সঙ্গে। বিয়েতে রাজি হয় না সে। তবু বিয়েটা করতে হয় তাকে। কিন্তু স্বামী রণকে সে সাফ জানিয়ে দেয় আবির ছাড়া আর কারোকে সে স্বামী বলে মেনে নিতে পারবে না। এরপর কী হবে বা হতে পারে তা জানতে হলে দেখতে হবে এই ধারাবাহিক।

ধারাবাহিকে অনুরাধার দুই মিষ্টি শাশুড়ির ভূমিকায় দেখা যাবে রেশমি সেন এবং তুলিকা বসুকে। ওদিকে অনুরাধার মায়ের চরিত্রে রঞ্জিনী চট্টোপাধ্যায় আর বাবার চরিত্রে সঞ্জীব সরকার। রণর চরিত্রে শৌভিক বন্দ্যোপাধ্যায়, অনুরাধার চরিত্রে শার্লি মোদক। রয়েছেন সুরজিত বন্দ্যোপাধ্যায়, নয়না পালিত, দ্বৈপায়ণ দাস, শুভ্রজিত দত্ত সহ আরও অনেকে।

সুশান্ত দাস এবং নিসপাল সিং রানে’ প্রযোজনায় আসছে এই ধারাবাহিক। পরিচালনার দায়িত্বটি এই মুহূর্তে সামলাচ্ছেন তুহিন ঘোষ। সম্পাদনায় অমিতাভ বাগচি।

চিরদিনই আমি যে তোমার’ সম্প্রচারিত হবে প্রতি সোম থেকে শনি সন্ধে সাড়ে ৬ টায়।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...