হাতে মোবাইল?মেসেন্জার বা হোয়াটস-অ্যাপে ব্যস্ত? আশেপাশে খেয়াল নেই?দুর্ঘটনার সম্ভবনা প্রবল|এটা তো আমাদের কাছে চেনা ছবি,একটা বড় সমস্যা|তবে চিনের জিয়ান অঞ্চলের মানুষদের জন্য এবার তা কোনও সমস্যাই নয়|এবার চিনের জিয়ান অঞ্চলে মোবাইল ব্যবহারকারীদের জন্য বড় রাস্তার পাশে তৈরী হলো বিশেষ এক লেন,রাস্তাটির বিশেষত্ত্ব এই যে বেখেয়ালে বা মোবাইল ব্যবহার করতে করতে কেউ যদি এই লেন দিয়ে হেঁটে যান তাহলে আর কোনও বিপদের সম্ভবনাই থাকবেনা|মোবাইল-আসক্তদের জন্য এই লেন যথেস্ট গুরুত্বপূর্ণ,চিনের মানুষজনও বেজায় খুশি এই বিশেষ রাস্তা পেয়ে|ফুটপাতের একটি ভাগ যা কিনা সংরক্ষিত থাকবে শুধুমাত্র শ্লথগতির মোবাইল ব্যবহারকারীদের জন্যই|