পৌষের শেষেই ফের কনকনে ঠান্ডা রাজ্যে

পৌষের বিদায়বেলায় কনকনে শীত পড়ল রাজ্যে| ঝঞ্ঝা কেটে এক ধাক্কায় পারদ পতন ৩ ডিগ্রী| পাহাড় থেকে সমতল সব জায়গাতেই ফের স্বমহিমায় শীত| উত্তুরে হিমেল হাওয়া ও পরিষ্কার আকাশের রোদের ঝলক গায়ে মেখে শীতের আমেজে উপভোগ করছে রাজ্যবাসী | ঝঞ্ঝার কারণে বৃহস্পতিবার থেকেই আকাশের মুখ ছিল গোমড়া| কলকাতা ও আশপাশের জেলাতেও শুরু হয়েছিল ঝিরঝিরে বৃষ্টি| ফলে গত দুদিন তাপমাত্রা বেড়ে গিয়েছিল| কিন্তু শুক্রবার বেলা বাড়তেই ধীরে ধীরে মেঘ কেটে ঝলমলে আকাশ বেরিয়ে পড়ে| শুক্রবার রাত থেকেই তাপমাত্রা নিম্নমুখী| উত্তুরে হাওয়ার দাপট জোরালো হওয়ার পর থেকেই ঠান্ডার অনুভুতি জোরালো হয়েছে| রাত বাড়লেই কনকনে হয়ে যাচ্ছে ঠান্ডা|  

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস| স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি| এক রাতের মধ্যেই  শনিবারই তা নেমে দাঁড়িয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। একদিনের মধ্যেই তিন ডিগ্রী তাপমাত্রা কমে জাঁকিয়ে শীত পড়েছে রাজ্যে | আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর,  পৌষ সংক্রান্তি পর্যন্ত ১০ ডিগ্রির নীচে নামতে পারে তাপমাত্রার পারদ। দার্জিলিং ও সিকিমে তুষারপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস| গতকাল কুয়াশার পরিমাণও অন্য দিনের তুলনায় কম থাকলেও রবিবার থেকে জেলায় সকালের দিকে ভারী ও ঘন কুয়াশা দাপট থাকতে পারে বলে সতর্ক করেছে আলিপুর| শনিবার বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। বীরভূমের শ্রীনিকেতনে ৯.১, পুরুলিয়ার ৮.৪,  কালিম্পঙে ৪ ডিগ্রি , দার্জিলিঙে ২.৬ সেলসিয়াসে ঘোরাফেরা করেছে পারদ বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে|

এটা শেয়ার করতে পারো

...

Loading...