প্রতিস্থাপন করা হল বিদ্যাসাগরের মূর্তি

ভোটের আবহের মধ্যেই ভোটের প্রচারের সময় কলকাতায় অমিত শাহ-র রোড শো-কে কেন্দ্র করে দুই দলের কোন্দল সামনে আসে। সেই ঘটনার বিশ্লেষণে নাই বা গেলাম। কিন্তু তার পরিণতি স্বরূপ বিদ্যাসাগরের মূর্তি ক্ষতিগ্রস্ত হয়। যার পর সেই বিষয়ে বিস্তর জল ঘোলা হয়েছিল। কিন্তু আনন্দের বিষয় হল, যে সমস্ত সংস্কৃতিমনস্ক বাঙালি তথা শিক্ষিত বাঙালি তথা আধুনিকতার মুখ হিসেবে বিদ্যাসাগরকে শ্রদ্ধা করা বাঙালি সেদিন যথেষ্ট মর্মাহত হয়েছিলেন, তাঁদের জন্য আজ যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি দিন।

   সেই বিষয়কে কেন্দ্র করে সারা বাংলায় বিদগ্ধ, বিচক্ষণ গুণী মানুষেরা অন্ধকার ভবিষ্যৎ দেখেছিলেন। প্রচুর প্রতিবাদ হয়েছিল। এই মুহূর্তে সেই বিষয় স্তিমিত হয়ে গেলেও কিছুটা ক্ষত তো রয়ে গেছে বৈ'কি। ভোট পর্ব চুকে গেছে বেশ কিছুদিন আগেই। তবে রাজ্য সরকারের তরফে উদ্যোগ নিয়ে খুব অল্প সময়ের মধ্যেই বিদ্যাসাগরের নতুন একটি মূর্তি তৈরী করে আজ সেই জায়গায় পুনঃস্থাপন করা হল। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় সেই মূর্তী উন্মোচন করে যথাস্থানে প্রতিস্থাপন করলেন। প্রথমে হেয়ার স্কুলে মূর্তির উন্মোচন করা হয় বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে। তারপর সেখান থেকে সেই মূর্তি কলেজ স্ট্রিটে বিদ্যাসাগর কলেজে পুনঃস্থাপন করা হয়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...