ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিজের ‘আর্মব্যান্ড’ পরিয়ে দিলেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী।

ইন্টারকন্টিনেন্টাল টুর্নামেন্টের শুরুতেই সুখবর দিয়েছেন সুনীল ভক্তদের। তাদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে বলে জানিয়েছেন। এবার ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে এক অভিনব কাণ্ড ঘটালেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রি। স্ত্রী সোনমকে নিজের ‘আর্মব্যান্ড’ খুলে পরিয়ে দিলেন সুনীল, বুঝিয়ে দিলেন তিনি পরিবারের আসল ক্যাপ্টেন। এই সুন্দর মিষ্টি মুহূর্তের সাক্ষী থাকল সকলে।

2_11zon

রবিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে লেবাননকে ২-০ গোলে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে ভারতীয় দল। ম্যাচের ৪৬ মিনিটে প্রথম গোলটা করেন সুনীল। ৬৬ মিনিটে ছাংতের দ্বিতীয় গোলে আরও মজবুত হয়ে যায় টিম ইন্ডিয়া। শেষপর্যন্ত ২-০ ব্যবধানেই ইন্টারকন্টিনেন্টাল কাপে চ্যাম্পিয়ন হন সুনীলরা। এর ফলে ২০২৬ বিশ্বকাপের ম্যাচের যোগ্যতা অর্জন করল ভারত, কারণ নিয়ম অনুযায়ী এবার স্টিমাচের দল ২০২৬ বিশ্বকাপের ম্যাচে যোগ্যতা অর্জনের ড্রতে জায়গা পাবে। ইন্টার কন্টিনেন্টাল কাপে ভারতীয় দল চ্যাম্পিয়ন হতে ১ কোটি টাকার পুরস্কার মূল্যের ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

ম্যাচের সেরা সন্দেশ ঝিংগান বলেন, ‘গোটা প্রতিযোগিতায় ক্লিনশিট বজায় রাখা সহজ কথা নয়। এতে দলের আত্মবিশ্বাস আরও বাড়বে। পাশাপাশি সুযোগ কাজে লাগানোর ব্যাপারেও মনোযোগ দিতে হবে।’

ভারতীয় মিডিও অনিরুদ্ধ থাপা ম্যাচ শেষ হতে জানান, ‘এই প্রতিযোগিতায় অচেনা প্রতিপক্ষের বিরুদ্ধেও আমরা জিতেছি। সঙ্গে একটাও গোল হজম করিনি। স্যাফ কাপে নামার আগে এটা দারুণ ইতিবাচক দিক।’

রবিবারের জয়ের পর উচ্ছ্বাসে মেতে যায় সুনিলদের টিম, তারই মধ্যে সুনিল-সোনাম মিষ্টি মুহূর্ত দেখে সবাই আনন্দে মুগ্ধ হয়ে যায়। তাদের ছবি ভাইরাল হতেই এক নেটিজেন দেখে বলেছেন, ‘এটাই হল ভালোবাসা।’

গত ১২ জুন ইন্টারকন্টিনেন্টাল কাপের প্রথম ম্যাচে ভানুয়াটুর বিরুদ্ধে ১-০ গোলে জিতেছিল ভারত। ম্যাচের একমাত্র গোল করেছিলেন সুনীল। সেই গোলের পর জার্সির মধ্য বল ঢুকিয়ে স্ত্রী'র উদ্দেশে ফ্লাইং কিস ছুড়েছিলেন সুনীল। পরে তিনি বলেছিলেন, ‘আমি এবং আমার স্ত্রী বাবা ও মা হতে চলেছি। ও চেয়েছিল যে এভাবে আমি সেটা দুনিয়াকে জানাই। এটা ওর জন্য ও সন্তানের জন্য। আমি আশা করছি যে আমরা সকলের ভালোবাসা এবং আশীর্বাদ পাব।’

এটা শেয়ার করতে পারো

...

Loading...