Chhath Puja 2024: ছট পুজো উপলক্ষে স্পেশাল ট্রেন চালাবে ভারতীয় রেল, জেনে নিন বিস্তারিত

আর কিছুদিন পরেই দীপাবলি উৎসব। দুর্গাপুজোর পর বাঙালিদের কাছে অন্যতম প্রধান এই পুজো। কিন্তু দীপাবলির ঠিক পরেই রয়েছে বিহারী সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব ছটপুজো। এবার সেই পুজো উপলক্ষেই বিশেষ ট্রেনের ব্যবস্থা নিয়েছে ভারতীয় রেল। পুজোর ভিড় সামাল দিতে আসানসোল থেকে পাটনা পর্যন্ত চলবে বিশেষ ট্রেন।

 

হাইলাইটসঃ
১। পুজো উপলক্ষে আসানসোল-পাটনা স্পেশাল ট্রেন চালানো হবে
২। আগামী ৩ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত এই ট্রেন চলবে
৩। ট্রেন কোন কোন স্টেশনে থামবে?

 

ছট পূজা একটি প্রাচীন হিন্দু পার্বণ, যা কার্তিক মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে উদযাপিত হয়। সূর্য্যোপাসনার এই লৌকিক উৎসব পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ এবং নেপালের তরাই অঞ্চলে পালিত হয়। পারিবারিক সুখ-সমৃদ্ধি লাভের জন্য নারী-পুরুষ সমানভাবে এই উৎসবে অংশগ্রহণ করেন। কিন্তু উৎসবের সময় বাইরে থাকা বহু মানুষ ঝাড়খন্ড, বিহারে নিজেদের বাড়িতে ফিরে যান। ফলে দৈনিক ট্রেনগুলিতে ভিড় বাড়ে। তাই যাত্রীদের ভিড় সামালাতে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

এই বছর ছট পুজো পড়েছে ৫ নভেম্বর, মঙ্গলবার। সেই কারণেই আগামী ৩ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত আসানসোল থেকে পাটনাগামী এই স্পেশাল ট্রেন চালানো হবে। রেল সূত্রে জানা গিয়েছে, এই তিনদিনের জন্য আসানসোল-পাটনা বিশেষ ট্রেন আসানসোল থেকে ছাড়বে দুপুর ১:২০ মিনিটে। ট্রেনটি পাটনা পৌছবে রাত ৮ নাগাদ। আবার উল্টোদিকে পাটনা থেকে এই ট্রেন ছাড়বে রাত ১২:০৫ মিনিটে, যেটি আসানসোল পৌঁছবে সকাল ৬:১৫ মিনিট নাগাদ।

রেল কর্তৃপক্ষর তরফ থেকে জানা গিয়েছে, কর্মসূত্রে বা অন্যান্য কাজে যারা বাইরে থাকেন, এই স্পেশাল ট্রেনের কারণে তাদের বাড়ি ফিরতে অনেক সুবিধা হবে। এই কারণে যাত্রাপথে একাধিক স্টেশনে থামবে আসানসোল-পাটনা স্পেশাল ট্রেন। এর মধ্যে রয়েছে চিত্তরঞ্জন, জামতারা, মধুপুর, জসিডি, ঝাঝা, কিউল, মোকামা, বখতিয়ারপুর, পাটনা সাহেব এবং রাজেন্দ্রনগর জংশন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...