চেতলা গার্লস স্কুলের সরস্বতী বন্দনা

চেতলা গার্লস স্কুলের সরস্বতী পুজোয় মা কে সাজানো হয়েছে বসন্ত পঞ্চমীর সাজে। বাসন্তী- সাদা রঙে সাজানো হয়েছে মা সরস্বতী কে। মায়ের আভরণে শুভ্র সুন্দর ডাকের সাজ। সাদা আর বাসন্তী রঙের পাতায় সাজানো চারপাশ। এই বিদ্যালয়ে সরস্বতী পুজোর সাজ সজ্জার মূল ভারটা তুলে নেন বিদ্যালয়ের শিক্ষিকারা-জানালেন স্কুলের প্রধান শিক্ষিকা সত্যবতী নাটকার। ভোগ বিতরণ থেকে যজ্ঞ অব্দি চোখে পড়লো শিক্ষকদেরই উপস্থিতি। স্কুলের সরস্বতী পুজোয় কলেজ ফেলে বেড়াতে এসেছিল অনেক প্রাক্তন ছাত্রীরাও। কলেজ পুজো থেকে স্কুলের পুজো বিশেষ ভাবে স্মরণীয় তাই বান্ধবী আর প্রিয় শিক্ষিকাদের সাথে দেখা করবার জন্য স্কুলে আসা হয় প্রাক্তনীদের। এই বয়সের বন্ধুত্বগুলো মিষ্টি গল্পের সাক্ষী হয়ে থাকুক সরস্বতী পুজোর দিনে। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...