চেতনার নতুন নাটকঃ রাণী ক্রেউসা

নাট্যদল ‘চেতনা’ নামটির সাথে জড়িয়ে সমকাল। বারবারই সমকালের কথা বলেছে চেতনা, কখনও ইতিহাস তো কখনও পুরাণের আশ্রয়ে। তা কখনও ‘জগন্নাথ’, 'মারীচ সংবাদ' হয়ে ধরা দিয়েছে তো কখনও তিস্তাপারের বৃত্তান্ততে। আগামী ২৮ জুলাই আকাদেমিতে চেতনা’র নতুন নাটক রাণী ক্রেউসাব্রাত্য বসু রচিত ও সুজন মুখোপাধ্যায় পরিচালিত। আপাতত সেদিকেই তাকিয়ে আপামর নাট্যমোদীরা।

গত বছর ‘ডনঃ তাকে ভালো লাগে’ প্রযোজনায় শোনা গিয়েছিল জীবনের নানা টানাপোড়েনের পরেও স্বপ্নের কথা। শুনিয়েছিলেন ডনের ভূমিকায় সুমন মুখোপাধ্যায়। অপেরা’র আধারে সে নাটক আজও মনে গেঁথে আছে মানুষের। মনে রয়ে গিয়েছে প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়ের আবহ

প্রবুদ্ধবাবুর আবহে এবারেও রঙিন রাণী ক্রেউসা। এ নাটকেও অস্তিত্ব খোঁজার লড়াই। তার আবহের জন্য ইতিমধ্যেই বিস্তর গবেষণা করেছেন প্রবুদ্ধবাবু। রাণীর ভূমিকায় নিবেদিতা মুখোপাধ্যায়। সাহেব চট্টোপাধ্যায়কেও প্রথমবার মুখ্য চরিত্রে দেখা যাবে চেতনার মঞ্চে। তা ছাড়া, ব্রাত্য ও সুজনের এমন জুটিও অভিনব।

এর আগে অবশ্য “আপাতত এভাবে দু’জনের দেখা হয়ে থাকে” নাটকে ব্রাত্য-সুজন জুটি ছাপ রেখেছিল। তবে সে নাটক ছিল সমকালীন। শিল্পীর জীবনের সাথে বাস্তব জীবনের সংঘাতের কথা। সে যন্ত্রণা ভাষা পেয়েছিল সুজনের অভিনয়ে। এবারে যদিও পরিচালক সুজন । রাণী ক্রেউসা’ পুরাণ নির্ভর। ব্রাত্য এক কথায় লিখেছেন সে পুরাণ। বলা যায়, বাংলা ভাষায় লেখা পুরাণ আশ্রিত নাটক রাণী ক্রেউসা।

সুজন জানালেন, বাংলা নাটকের ঐতিহ্যে সমকালকে ব্যখ্যা করতে পুরাণের আশ্রয় নেওয়া নতুন কিছু না। বারবারই রাজনৈতিক ও সামাজিক ঘাত—প্রতিঘাতে সমকাল চেয়েছে পুরাণের আশ্রয়। সেখানে বহুরূপীর রক্তকরবী যেমন রয়েছে, তেমনই রয়েছে অজিতেশের ‘তিন পয়সার পালা’ বা উৎপল দত্তের ‘ব্যারিকেড’ বা ‘কল্লোল’-সহ একাধিক নাটক। আলাদা করে বলে না দিয়েও, সমকালকে বারবার সেখানে খুঁজে পেয়েছে দর্শক। এ নাটকেও সেই ধারার সন্ধানে পরিচালক।

ব্রাত্য অবশ্য ইতিমধ্যেই জানিয়েছেন, পুরাণের আশ্রয়ে নাটক লেখার ইচ্ছে ছিল তাঁর ছোটবেলা থেকেই। এ নাটক মিথ থেকে মৌলিক নাটক হিসেবে সেভাবেই সাজানো। পাশাপাশি, গণতন্ত্রের ফ্যলাসির সাথে আবহমান মানবিক দ্বন্দ্ব ও নিয়তিবাদকেও তুলে ধরা। অতীত বর্তমান ও ভবিষ্যৎ ফিরে ফিরে আসবে এখানে। এখানে রবীন্দ্রনাথের লেখার প্রসঙ্গও চলে আসে সাবলীল ভাবে। আজকের ধর্মীয় উন্মাদনাও ধরা দেয়। তাই এ নাটক কতটা পৌরাণিক আর কতটা সাম্প্রতিক তা বিবেচনা করবেন দর্শক

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...