ভারতেও এবার জাপানের ছোয়া

জাপানের বিখ্যাত ঐতিহ্যপূর্ণ চেরি ব্লসম ফেস্টিভ্যাল দেখতে এবার আপনারাও যেতে পারেন| লাগবে না কোনো ভিসা-পাসফোর্ট। তৃতীয় শতক থেকে জাপানে অনুষ্ঠিত হয়ে আসছেসাকুরাউৎসব। বিশ্বের বিভিন্ন দেশে শান্তির বার্তা প্রচার করার জন্য, এই চেরি ব্লসম গাছ বপন করা হয়েছে জাপান সরকারের তরফ থেকে।মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, দক্ষিণ কোরিয়া-সহ ২৭টি দেশে দেখতে পাওয়া যায় চেরি ব্লসম।জানা গেছে, ২০১৭ সালে ভারতও যুক্ত হয় এই চেরি ব্লসম তালিকায়। যারফলে গত বছরই শিলং ফুলের উৎসব অনুষ্ঠিত হয়েছিল।মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা একটি সাংবাদিক বৈঠকে ঘোষণা করেন এবছরেও অনুষ্ঠিত হবে এই উৎসব। শিলং সেজে উঠবে চেরি ব্লসমে নভেম্বরের ১৪ থেকে ১৭ তারিখ।আর হাতে গোনা কোটা দিন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...