এএফসি এশিয়ান কাপ ২০১৯-এ প্রথম পরাজয় চেন্নাইন এফসির। বাংলাদেশের ঢাকা আবহনী ক্লাবের বিরুদ্ধে ৩-২ গোলে হারল তারা। প্রথমার্ধের ৭ মিনিটের মাথায় চেন্নাইন এফসি কে এগিয়ে দেয় সিকে ভিনিথ। এক গোলে পিছিয়ে পড়ার ফলে আহত বাঘের মত ঝাঁপিয়ে পড়ে আবহনী ঢাকা। প্রথমার্ধে সমতা না ফেরাতে পারলেও, দ্বিতীয়ার্ধে খেলায় আমুল পরিবর্তন আনে বাংলাদেশের এই ক্লাব। ৬৪ মিনিটের মাথায় গোল করে আবহনীর হয়ে সমতা ফেরায় কার্ভেন্স বেলফোর্ট। পাঁচ মিনিটের তফাতে আরও একটি গোল করে ঢাকা কে এগিয়ে দেয় মাসি সাইঘানী। এক গোলে পিছিয়ে পড়ে চেন্নাই। তবে সেই ব্যাবধান বেশিক্ষণ বজায় রাখতে পারে নি আবহনী। দ্বিতীয়ার্ধে ৭৪ মিনিটের মাথায় আইজ্যাক ভানমালসামার গোলে সমতা ফিরিয়ে আনে চেন্নাই। তবে খেলার ফলাফল এখানেই শেষ হয়ে যায় নি। দ্বিতীয়ার্ধের প্রায় শেষে, ৮৮ মিনিটের মাথায় মামুনুল ইসলামের গোলে আবারও এগিয়ে যায় ঢাকার এই ক্লাব। হাতে সময় কম থাকার ফলে আর ম্যাচে ফিরতে পারে নি চেন্নাইন এফসি। অবশেষে ৩-২ তে পিছিয়ে থেকেই ম্যাচ শেষ করে তারা। তবে এই ম্যাচের ফলাফল খুব একটা ফারাক আনে নি লিগ টেবিলে। দুই পক্ষের-ই ৪ ম্যাচে ৭ পয়েন্ট থাকলেও গোল ডিফারেন্সের হিসাবে শীর্ষ স্থানে অব্যাহত থাকে ভারতীয় ক্লাব। চেন্নাইয়ের পরবর্তী ম্যাচ মিনার্ভা পাঞ্জাবের বিরুদ্ধে। যারা এই মরশুমে এখনও অপরাজিত। তাই চেন্নাইয়ের বিরুদ্ধে পাঞ্জাব যদি ম্যাচটি জিতে যায় তাহলে তাদের এক নম্বরে চলে যাওয়ার সম্ভাবনা প্রবল।