আন্তর্জাতিক পরিসরে দাবায় ফের জয়জয়কার ভারতের। এবার মুম্বইতে বসেছিল বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়নশিপের আসর। শনিবার প্রতিযোগিতার অনূর্ধ্ব ১৮ বিভাগের ফাইনাল রাউন্ডে জার্মানির ভ্যালেন্টিন বাকেলসের বিরুদ্ধে ড্র করেন চেন্নাইয়ের পড়ুয়া, ১৪ বছর বয়সী গ্র্যান্ড মাস্টার- আর প্রজ্ঞানানন্দ। ৯ পয়েন্ট নিয়ে প্রথম স্থান দখল করে এই কিশোর। এর আগে প্রতিযোগিতার শীর্ষ বাছাই আর্মেনিয়ার শান্ট সার্গসয়ানের সঙ্গে ড্র করে ভারতীয় দাবাড়ু অর্জুন কল্যান। সেই ফল প্রজ্ঞানানন্দ বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়নশিপে সোনা জিততে সাহায্য করে।
প্রজ্ঞানানন্দ ছাড়াও প্রতিযোগিতায় আরও ৬টি পদক জিতেছে ভারত। তার মধ্যে রয়েছে তিনটি রূপো। ভারতের ইতিহাসে যা রেকর্ড বলেই জানিয়েছেন পরিসংখ্যানবিদরা। তবে ১৪ বছরের প্রজ্ঞানানন্দ মধ্যে সিনিয়রদের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সব গুন আছে বলেই মনে করে দেশের ক্রীড়া মহল। প্রজ্ঞানানন্দের জয়ে উচ্ছ্বসিত সিনিয়র ‘গ্র্যান্ড মাস্টার’ বিশ্বনাথন আনন্দও। তিনি টুইট করে তাকে অভিনন্দনও জানিয়েছেন।
Congrats!! Very proud of you!! In our next session in Chennai you have some nice games to show me !! https://t.co/NacMRaIOmB
— Viswanathan Anand (@vishy64theking) October 12, 2019