নয়নের নতুন অভিভাবক

'জীবে প্রেম করে যেইজন, সেই জন সেবিছে ঈশ্বর ', স্বামীজীর এই উক্তিটি আমরা সবাই জানি, কিন্তু সবসময় কি মানতে পারি! না, সবসময় হয়তো সম্ভব হয় না। কিন্তু এখনো পৃথিবীতে এমন কিছু মানুষ  আছেন যাঁরা প্রকৃত অর্থে জীব অর্থাৎ পশু-পাখি, কিট-পতঙ্গ সহ  সমগ্র মানব জাতি কে আন্তরিক ভাবে ভালোবাসতে পারেন। আপন করে নিতে পারেন তাদের। এমনই একজন মানুষের কথা জানা গেছে যিনি সম্প্রতি বেঙ্গল সাফারি থেকে একটি চিতাবাঘের শাবক কে দত্তক নিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এই ব্যাক্তি চিড়িয়াখানা ও মুক্ত বনাঞ্চলের পশুপাখিদের দত্তক নেওয়ার প্রথাকে আরো জন সমক্ষে আনতে ও তাঁদের উৎসাহিত করতে এই পদক্ষেপ নেন। রায়গঞ্জ থেকে ৬ মাস আগেই এই চিতা শাবকটিকে উদ্ধার করেন বেঙ্গল সাফারি পার্কের কর্মীরা এবং পরে তাঁকে দত্তক নেওয়ার জন্য আবেদন ও করা হয়। তাঁরাই এই ছোট্টো শাবকটির নাম দেন 'নয়ন'।  নয়ন কেই এক লক্ষ টাকার বিনিময়ে সেই ব্যাক্তি দত্তক নেন এক বছরের জন্য। জানা গেছে সরকারি নিয়মানুযায়ী কেউ চাইলে এভাবে সাফারি পার্কের  বাঘ, হাতি, গন্ডার, কুমির ও পাখিদের দত্তক নিতে পারেন অর্থের বিনিময়ে, যদিও এই প্রাণীদের তাঁরা বাড়ি নিয়ে যেতে পারবেন না। দত্তক বাবদ যে অর্থ তাঁরা দেবেন, সেই অর্থ দিয়ে সেই প্রাণীর একবছরের পালন পোষণ হবে। সুতরাং পশুপ্রেমীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। ২৫ হাজার থেকে  সর্বোচ্চ দুই লক্ষ টাকা দিয়ে যেকেউ পশু পাখিদের দত্তক নিতে পারেন। শুধুমাত্র যোগাযোগ করতে হবে বেঙ্গল সাফারিতে

এটা শেয়ার করতে পারো

...

Loading...