বাংলার সমস্ত ধারাবাহিকে হচ্ছে নায়িকা বদল। একেবারে হিড়িক পড়ে গিয়েছে টেলিপাড়ায়। প্রথমে ছিল ‘লাভ বিয়ে আজকাল’, এবার বদল হল ‘চিনি’ ধারাবাহিকের নায়িকা ওরফে অভিনেত্রী ইন্দ্রাণী ভট্টাচার্য। টেলিভিশন জগতে তিনি এক অতি পরিচিত মুখ। জনপ্রিয় ধারাবাহিক ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকে গুগলির চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রাণী।
এবার ‘চিনি’ ধারাবাহিকে নায়িকার রুপে এল নতুন অভিনেত্রী। টেলিভিশন জগতের পরিচিত অভিনেত্রী বিজয়লক্ষ্মী চট্টোপাধ্যায়। এবার নতুন মুখ হয়ে ‘চিনি’ ধারাবাহিকে আসছেন তিনি।
ইন্দ্রাণীর পরিবর্তে এবার থেকে দর্শকদের সামনে দেখা যাবে বিজয়লক্ষ্মীকে। তিনি এর আগে ‘সংসার সুখের হয় রমণীর গুণে’, ‘রানু পেল লটারি’র মতো বিখ্যাত সব মেগায় কাজ করেছেন। এবার ‘চিনি’তে সোমরাজ মাইতির বিপরীতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন ইন্দ্রাণী। দেখা যাচ্ছে প্রায় বেশ কয়েক বছর পর ‘চিনি’র হাত ধরে ফের টেলিপর্দায় ফিরছেন অভিনেত্রী।
কিছুদিন আগে ‘লাভ বিয়ে আজকাল’ ধারাবাহিকেও এই একই ঘটনা ঘটেছে। সেখানে নায়িকা চরিত্রে ছিলেন মৌমিতা সরকার। কিন্তু পরে তাঁর পরিবর্তে শ্রাবণের চরিত্রে অভিনয় করতে দেখা যায় টলি অভিনেত্রী তৃণা সাহাকে।
কিছুদিন আগে প্রকাশ্যে এসেছে ‘চিনি’র নতুন প্রোমো। সেখানেই দেখা যায় নায়িকা বদল ঘটনা। ইন্দ্রাণীর পরিবর্তে বিজয়লক্ষ্মীকে দেখা যায় প্রমোতে। প্রোমোতে দেখা যায় যে চিনি ঠাকুরের মন্দিরে বসে গাইছে। সেখানে ঠাম্মি চিৎকার করে তাকে বাধা দেয়। আসে অপলাও। সে চিৎকার করে বলে, ‘ও ঠাকুরের সামনে আশীর্বাদ কেন চাইছে ঠাম্মি।’ তারপর হাত চেপে ধরে চিনির’। মনে করে চিনি দ্রোণকে তার থেকে কেড়ে নিতে চাইছে। আর তখনই সেখানে আসে দ্রোণ। বলে চিনির হাত ছেড়ে দেওয়ার জন্য।
সংবাদসুত্রে জানা গিয়েছে যে টিআরপি কম থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কারণেই ইন্দ্রাণীর বদলে আনা হল বিজয়লক্ষ্মীকে। এবার দেখার পালা যে নতুন ‘চিনি’ ঠিক কতটা দর্শকদের মন জয় করতে পেরে টিআরপি আনতে পারে।