শহরে মাত্র পাঁচ টাকায় মিলছে নিরামিষ থালি,গন্তব্য এসএসকেএমের উল্টোদিকের ফুটপাথ|মূল উদ্যোক্তা এসবি-পার্ক সার্বজনীন পুজো কমিটির কর্মকর্তারা|বহু দূরদূরান্ত থেকে প্রতিদিন বহু দরিদ্র মানুষ এই এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করাতে আসেন যাদের রীতিমত রেস্তোরাঁ বা দোকান থেকে খাবার কিনে খাবার সামর্থ থাকেনা দুপুরে শুকনো মুড়ি পাউরুটি খেয়েই তারা ক্ষুধা নিবারণ করেন|তাদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ|লালবাজার ও স্থানীয় থানার অনুমতি নিয়েই এই কর্মসূচি গ্রহন করা হয়েছে|সপ্তাহে একদিন শুক্রবার দুপুর বারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত বিশেষ নিরামিষ থালির আয়োজন করা হয়েছে|মেনুতে থাকবে ভাত,নিরামিষ ডাল,তরকারী ও সঙ্গে দেওয়া হবে একটি লাড্ডুও|প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘মায়ের রান্নাঘর’|পূজা কমিটির এক কর্তা জানান আপাতত একদিনের খাবারের ব্যবস্থা করা হয়েছে, ভবিষ্যতে অন্যানো ক্লাবগুলি সাহায্যের হাত বাড়িয়ে দিলে এই প্রচেষ্টা আরো সুদুরপ্রসারী হবে ও প্রতিদিনই খাবারের ব্যবস্থা করা সম্ভব হবে|
দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে কলকাতা শহরের বুকে এরকম একটি উদ্যোগ যথেষ্ট গুরুত্ব রাখে বলা যায়|অন্যদিকে এই পরিষেবা পেয়ে খুশি এসএসকেএমে চিকিৎসা করতে আসা রোগীরাও|