নতুন ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র

ছত্তিশগড়ে তৈরী হতে চলেছে নতুন ব্যাঘ্র সংরক্ষন কেন্দ্র, ‘গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ক’। ছত্তিশগড়ের কোটিয়া জেলায় এই সংরক্ষন কেন্দ্র তৈরী করা হবে বলে জানানো হয় রাজ্য সরকারের তরফ থেকে। সম্প্রতি ছত্তিশগড়ের মাননীয় মুখ্যমন্ত্রী ভুপেশ ভাগেলের উপস্থিতিতে ‘স্টেট ওয়াইল্ডলাইফ বোর্ডে’-এর ১১তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এই বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে নজররাখা হয়, যেমন – আরও কী কী উপায়ে বাঘের সংখ্যা বৃদ্ধি  ও সুরক্ষার জন্য বাঘের গলায় রেডিও কলারিয়েং করার মত বিশেষ কিছু পদক্ষেপ নেওয়া হয়। এমনকি চিতাবাঘের সুরক্ষার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও ছত্তিশগড়ের বন্য মহিষ, পাহাড়ি ময়না সংখ্যাতেও বিশেষ নজর দেওয়া হয়। ছত্তিশগড়ে প্রায় ৫ প্রজাতির শকূনের বাসস্থান। তাদের বসবাসের যাতে কোনও সমস্যা না হয় তারও খেয়াল রাখা হবে বলে জানানো হয়।

এই বন্য প্রাণীগুলিকে খাদ্য ও জলের জন্য অন্য কোথাও যেতে না হয়, তাই বনাঞ্চলে জলের উৎস্য বিকাশ, বনের গ্রামগুলিতে বড় জলাশয় নির্মাণ এবং ফলমূল ও শাকসবজি বিশেষত নরওয়ালি শাকসব্জির তথা বাঁশ গাছ ও কলা গাছের রোপণ করার সিদ্ধান্তেও জোর দেওয়া হয়। এই নিয়ে চতুর্থ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র তৈরী হতে চলেছে ছত্তিশগড়ে। বাকি তিনটি সংরক্ষণ কেন্দ্র হল বিলাসপুরের অচনাকুমার ব্যাঘ্র সংরক্ষন কেন্দ্র, গড়িয়াবান্দের উড়ান্তি-সীতানদী ব্যাঘ্র সংরক্ষন কেন্দ্র ও বিজপুরের ইন্দ্রবতী ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...