বিগত কিছুদিন ধরে ‘জিবলি’ অ্যানিমেশনে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। চ্যাট জিপিটির সাহায্যে নিজের পছন্দের ছবি অ্যানিমেশন করে পোস্ট প্রায় সকলেই পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। সাধারণ মানুষ থেকে তারকা, কেউই বাদ নেই এই তালিকা থেকে। এবার সেই লিস্টে নাম লেখালেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ‘বিগ বি’।
প্রতি সপ্তাহে রবিবার নিজের মুম্বাইয়ের বাড়ির সামনে অনুরাগীদের সঙ্গে দেখা করেন অমিতাভ বচ্চন। এই সপ্তাহেও তার অন্যথা হয়নি। কিন্তু এইবারের সাক্ষাৎ-এর ছবি ভাগ করতে গিয়ে তিনি নিজের জিবলি অবতারের সাহায্য নিয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে পছন্দ মতো ছবি বানিয়ে পোস্ট করেছেন সমাজমাধ্যমে।
ছবি পোস্ট করে অমিতাভ লেখেন, জিবলি সারা বিশ্বকে কব্জা করে ফেলল। যোগাযোগের মধ্যে নতুন বাস্তবতা। এরই সঙ্গে অমিতাভ তাঁর ব্লগে ভক্তদের সঙ্গে দেখা করার একটি রিল ভিডিয়ো পোস্ট করেছেন। সেই রিলের ক্যাপশনে লিখেছেন, আরও একটা নতুন ভাবনা ‘রিল’, যার প্রতি দৃষ্টি আকর্ষণ করা জরুরি।
পছন্দের তারকার এই কাজে রীতিমত খুশির হাওয়া ভক্তমহলে। ইতিমধ্যেই সেই পোস্ট ভাইরালের তালিকায়।