জগদ্ধাত্রী পুজোর আয়োজনে চারমন্দিরতলা

এক প্রান্তে যখন বিষন্ন বাঙালি মন তখন অন্য প্রান্তে উৎসবের উন্মাদনায় মজে রয়েছে বাঙালিরা। প্রথমটি হল সদ্য সমাপ্ত শারদোৎসবের কলকাতাবাসি আর দ্বিতীয়টি হল জগদ্ধাত্রী পুজোর আনন্দে মেতে থাকা চন্দননগরের বাসিন্দারা। আর এই একপ্রান্তের বাঙালির আনন্দে আরেক প্রান্তের বাঙালির মনে একটু আনন্দের সঞ্চার ঘটাতে, জিয়ো বাংলা পৌঁছে গিয়েছিল চন্দননগরে।

সেখানকার জগদ্ধাত্রী পুজোর সাথে কলকাতাবাসিদের অবগত করাতে জিয়ো বাংলার সঙ্গে ছিল চারমন্দিরতলা জগদ্ধাত্রী পূজা কমিটির সদস্যরা। এই বছর ৭৬তম বর্ষে পদার্পন করল তাদের পুজো আর সেই উপলক্ষে প্রচুর পরিমানের দর্শনার্থীদের আকর্ষিত করতে ধীরে ধীরে সেজে উঠছে তাদের পূজা মন্ডপ। হাওড়া থেকে মেন লাইনের বর্ধমান লোকাল বা কাটোয়া লোকাল বা ব্যান্ডেল লোকাল ধরে নামতে হবে মানকুন্ডু। সেখান থেকে টোটো ধরে লিচুতলা বাসস্টপ সংলগ্ন চারমন্দিরতলার নিকটে অবস্থিত এই পূজা মন্ডপ। তাই আরও একবার উৎসবের আনন্দে মেতে উঠতে চাইলে অবশ্যই পৌঁছে যেতে হবে চন্দননগর। 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...