শস্যশ্যামলা বসুন্ধরার অভ্যন্তরীণ দিক বদল

জন্ম থেকে শুনে আসছি আমরা পৃথিবীবাসী| তারপর ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে আমরা জানতে পারি পৃথিবীর নানান তত্ত্ব| সেই তত্ত্বানুসারে একটি নির্দিষ্ট পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উত্তরদক্ষিণ দিক সিদ্ধ রয়েছে| বিজ্ঞানের উন্নতির সাথে মানবসভ্যতার উন্নতি অনিবার্য্য|

তবে আপনারা কি জানেন এই শস্যশ্যামলা বসুন্ধরার অভ্যন্তরীণ দিক দ্রুত বদল নিচ্ছে?

হ্যাঁ, বৈজ্ঞানিক মতে আগে পৃথিবীর অভ্যন্তরীণ চৌম্বক ক্ষেত্রের উত্তর মেরু ছিল কানাডার দিকে যা এখন দিক বদলে সাইবেরিয়ায় স্থানান্তরিত হয়েছে|

গতমাসে ইউএসএ-এর ওয়াশিংটনে হয়ে যাওয়া একটি বৈঠকে আন্তর্জাতিক বৈজ্ঞানিকরা এই কথা জানান| ভূতত্ত্ববিদ, ভূপদার্থবিদ, ও ভূচুম্বক বিশেষজ্ঞদের একই মত|

সুত্র থেকে জানা যায় বসুন্ধরার চৌম্বক ক্ষেত্রের বদল ঘটছে খুব তাড়াতাড়ি, যা ইতিমধ্যে পাইলটক্যাপ্টেন-নাবিকদের দিশাহারা করে দিতে সক্ষম| এর আগে ২০১৬ সালে বিশ্ব এমন ঘটনার সাক্ষী ছিল, তখন প্রশান্ত মহাসাগরের পূর্ব ও লাতিন আমেরিকার উত্তর দিকে হঠাৎ স্থানান্তরিত হয়েছিল পৃথিবীর অভ্যন্তরীণ চৌম্বক ক্ষেত্র|

এখন আবার, কিন্তু কেন? এই প্রশ্নের সঠিক উত্তর এখনো পাওয়া যায়নি| তবে গবেষণা চলছে জোরদার|

দেখে নিন এই ভিডিওটি:

বিশেষজ্ঞদের অনুমান, ‘কোর অফ দ্য আর্থ’-এ থাকা ফুটন্ত তরল লৌহিক ও অন্যান্য পদার্থের মধ্যে স্রোতের স্থানান্তর হওয়াতে এইরকম ঘটনা ঘটতে পারে| সূত্র থেকে আরো জানা যায় চলতি মাসে নতুন চৌম্বক মডেল তৈরির জন্য একটি বৈঠক করা হবে|

এটা শেয়ার করতে পারো

...

Loading...