২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরুর দিন বদলে দিল মধ্যশিক্ষা পর্ষদ!
কিছুদিন আগেই আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরুর দিন ঘোষণা করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে তিনি জানিয়েছিলেন যে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের মাধ্যমিক শুরু হবে ১৪ ফেব্রুয়ারি থেকে।
কিন্তু গত রবিবার মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষার দিন বদলে নতুন দিন ঘোষণা করল। কবে হল সেই দিন?
জানা গিয়েছে যে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১২ই ফেব্রুয়ারি থেকে। সেই পরীক্ষা চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত, এমনটাই জানিয়েছে পর্ষদ। তবে কবে কোন পরীক্ষা, তা এ বছরের মাধ্যমিক ফলাফল প্রকাশের দিন জানাবে পর্ষদ।
কিন্তু হঠাৎ দিন বদলানো হল কেন? এই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে যে ওই দিন অর্থাৎ ১৪ই ফেব্রুয়ারি রাজ্যে ছুটি থাকায় সেই পরীক্ষার সূচি বদল করেছে তাঁরা।
কয়েকদিন আগে সাংবাদিক বৈঠকে আগামী বছরের মাধ্যমিকের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরে এই বিষয়ে ব্রাত্য বসু জানিয়েছিলেন যে, ‘২০২৫ সালের পরীক্ষার রুটিন পালটানো হতে পারে।’ কারণ ১৪ ফেব্রুয়ারি রাজ্যে ছুটির দিন তাই সমস্ত স্কুলও বন্ধ থাকবে। আর স্বাভাবিক ভাবেই পরীক্ষা শুরু করা কোনওভাবেই সম্ভব হবে না।
কি আছে এই ১৪ই ফেব্রুয়ারি? রাজ্য সরকারের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, প্রত্যেক ১৪ ফেব্রুয়ারি ছুটি থাকে। সেদিন পঞ্চানন বর্মার জন্মবার্ষিকী। আবার আগামী বছর সেইদিন সবেবরাতও পড়েছে। ফলে ১৪ ফেব্রুয়ারি স্কুল ছুটি থাকার কথা। তাই ছুটি থাকলে পরীক্ষা শুরু হওয়ার সমস্যা রয়েছে। এই নিয়ে কানাঘুঁষো, জল্পনা, প্রশ্ন উঠছিল। তাই দিন বদলে সমস্ত বিষয় স্পষ্টভাবে ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ।