রাজ্য তথা সারা শহর জুড়ে যখন বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ঘটছে, ঠিক সে সময়ই চিড়িয়ানখানার প্রবেশপথ বদলানোর সিদ্ধান্ত নিল আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ।এই মরসুমের দিনে দর্শকের ভিড় এড়াতে এইরকম বদল-প্রক্রিয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারা। এর আগেও একবার আবেদন-র জন্যে আহ্বান করা হয়েছিল। কিন্ত তখন কোনো সাড়া পাওয়া যায়নি।
গত মঙ্গলবার প্রবেশপথ তৈরির জন্যে আবেদনপত্র করা হয়েছিল বলে জানিয়েছেন চিড়িয়ানার কর্তারা। এই প্রকল্পের জন্যে খরচ ধরা হয়েছে প্রায় ৬৫ লক্ষ টাকা। জানানো হয়েছে, আগামী এপ্রিল মাসের মধ্যে দরপত্রর সিদ্ধান্ত চূড়ান্ত হবে। আর তারপরই শুরু হয়ে যাবে এই রদবদলের কাজ। চিড়িয়াখানার অধিকর্তা আশিস কুমার সামন্ত জানান, আবেদনপত্রের জন্যে আর্জি জানানো হয়েছে, যা এখন প্রক্রিয়াকরণের পথে। চিড়িয়াখানায় ঢুকতে-বেরোতে দর্শকদের যাতে কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় সেইজন্যেই এইরকম বদল-প্রক্রিয়ার পরিকল্পনা করা হয়েছে বলে দাবি চিড়িয়াখানা কর্তৃপক্ষের। ভরা মরসুমে দর্শকের ঢল রাস্তার উপর চলে আসে। এর ফলে যানবাহনগুলি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিল, প্রতিনিয়ত নানা দুর্ঘটনাও ঘটেছিল। আর ঠিক এই কারণেই এইরকম চূড়ান্ত সিদ্ধান্ত নিল আলিপুর দপ্তর।
এই নতুন প্রবেশপথের নকশা এমনভাবে ভাবা হয়েছে যাতে চিড়িয়াখানার প্রবেশ-দ্বারটি কিছুটা ভিতরে ঢুকে আসবে। এবং দর্শকরা দাঁড়ানোর জন্য বাড়তি জায়গাও পাবেন। এই পরিকল্পনাটি গড়ে তুলতে প্রায় ৬ মাসের বেশি সময় লাগবে বলে জানা গেছে। এই কাজটি যাতে ঠিকঠাক মতো সম্পন্ন হয় সেই চেষ্টাই করছেন চিড়িয়াখানার কর্তৃপক্ষরা।