চন্দ্রায়ণ-২ আজ সকালে সাফল্যের সঙ্গে চাঁদের কক্ষপথে প্রবেশ করল। পরিকল্পনামাফিক সকাল ৯.০২ মি যাত্রা শুরু করে ৩০ মিনিটের মধ্যেই চাঁদের কক্ষপথে প্রবেশ করল চন্দ্রায়ন-২ - সাংবাদিকদের জানালেন ইসরোর চেয়ারম্যান কে সিভান। গোটা রণকৌশল বা প্রক্রিয়াটি সম্পন্ন হল ১৭৩৮ সেকেন্ডে।
আজ সকাল থেকেই ইসরোর দফতরে ছিল টান টান উত্তেজনা। কাজটি ছিল যথেষ্ট কঠিন। সামান্যতম ভুল করলে পুরো মিশনটাই ব্যর্থ হয়ে যেতে পারত। কারণ চাঁদের কক্ষপথের কাছাকাছি আসার পর উপগ্রহের গতিবেগ যদি কমিয়ে না আনা যেত, তাহলে উল্টোদিকে ফেরত আসত এবং তার ফলে চন্দ্রায়ন-২ মহাকাশে হারিয়ে যেত। চন্দ্রায়ণ-২ যখন যাত্রা শুরু করে, তখন তার গতিবেগ ছিল ৩৯ হাজার ২৪০ কিমি। হাওয়ার মধ্যে দিয়ে আলোর যে গতিবেগ থাকে, উপগ্রহটির গতিবেগ ছিল তার চেয়ে ৩০ গুণ। তাই খুব বিচক্ষণতার সঙ্গে না এগোলেই গোটা মিশনটা ব্যর্থ হয়ে যেতে পারত।
এছাড়াও উল্লেখ্য, অন্যান্য দেশ উপগ্রহ নির্মাণের জন্য যে টাকা খরচ করে, চন্দ্রায়ন-২-এর জন্য খরচ হয়েছে তার তুলনায় যথেষ্ট কম। এর জন্য খরচ হয়েছে মাত্র ১ হাজার কোটি টাকা। এর আগে রাশিয়া, চীন, আমেরিকা চাঁদে উপগ্রহ পাঠিয়েছে। চন্দ্রায়ণ-২ সফল হলে ভারত হবে চতুর্থ দেশ যে চাঁদে উপগ্রহ পাঠাতে পারল। এবারে কক্ষপথে ঢোকার পর চন্দ্রায়ন-২ সেখানে ১৫ দিন পাক খাবে।
তারপর ৭ সেপ্টেম্বর সে চাঁদের দক্ষিণ মেরুতে সফ্ট ল্যান্ডিং করবে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। শেষ মিশন সফল হতে আর কয়েকদিন বাকি। তারপর চন্দ্রায়ন-২ চাঁদের মাটিতে সফ্ট ল্যান্ডিং করে ইতিহাস সৃষ্টি করবে। আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম।
On 7th September, 2019 at 1:55 am lander #Vikram will land near the South Pole of the moon🌚 #Chandrayaan2🚀 #chandrayaan2landing #ISRO #ISROMissions pic.twitter.com/2ktTPzujcK
— PIB India (@PIB_India) August 20, 2019
#ISRO
— ISRO (@isro) August 20, 2019
Today (August 20, 2019) after the Lunar Orbit Insertion (LOI), #Chandrayaan2 is now in Lunar orbit. Lander Vikram will soft land on Moon on September 7, 2019 pic.twitter.com/6mS84pP6RD