আজ বুধবার ১২জুন সাংবাদিক সম্মেলন ডেকে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রধান কে শিবন জানিয়ে দিলেন আগামী ১৫ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে চন্দ্রায়ন ২ যাত্রা শুরু করবে। রাত ২.৫১ মিনিটে চন্দ্রায়ন-২ উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছেন তিনি। কে শিবন জানিয়েছেন, অভিযানের শেষ ১৫ মিনিট সবচেয়ে গুরুত্বপূর্ণ। চাঁদে পৌঁছনোর জন্য চন্দ্রায়ন-১ এ যে প্রযুক্তির ব্যবহার করা হয়েছিল, এবারের চন্দ্রায়ন-২ তেও সেই একই প্রযুক্তি ব্যবহৃত হবে। তবে এত কঠিন মিশন আগে কখনও হয়নি বলেই জানান তিনি। চাঁদের মাটিতে নামার প্রক্রিয়াটি এবারে ভিন্ন রকম হবে, যার ফলে মিশনটি একটু চ্যালেঞ্জিং হয়েছে। ৭০ ডিগ্রী সাউথ ল্যাটিটিউট-এ ল্যান্ডিং হবে, যা এখনও পর্যন্ত সবচেয়ে বেশি দক্ষিণ অভিমুখী ল্যান্ডিং হতে চলেছে। পৃথিবীর কোনো দেশ এখনও অব্দি এই রকম ল্যান্ডিং করানোর সাহস দেখায়নি।
উক্ত অভিযানটির খরচ পড়েছে ৬০৩ কোটি টাকা। এছাড়া উৎক্ষেপণের জন্য আলাদাভাবে খরচ হবে ৩৭৫ কোটি টাকা। ৫০০ টি বিশ্ববিদ্যালয় এবং ১২০ টি শিল্পক্ষেত্র এই খরচ প্রদান করেছে ইসরো কে বলে জানিয়েছেন কে শিবন। ১৬ দিন ধরে যাত্রা করবে চন্দ্রায়ন-২। নতুন এই মহাকাশযানটির ওজন হয়েছে ৩.৮ টন। চন্দ্রায়ন-২ এর উৎক্ষেপণ প্রক্রিয়া 'জিয়োসিংক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেইকেল মার্ক-৩' বা 'বাহুবলি'-র মাধ্যমে করা হবে।
#WATCH Live from Bengaluru: ISRO Chairman addresses the media #Chandrayaan2 https://t.co/ruTEvtcxuu
— ANI (@ANI) June 12, 2019