আগামী সোমবার অর্থাৎ ২২জুলাই চন্দ্রযান-২ উৎক্ষেপণের নতুন দিন ধার্য করে ঘোষণা করা হল ইসরোর তরফে। গতকালই তারা এই দিনের ঘোষণা করে। প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৫ জুলাই শেষ মুহূর্তে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে উৎক্ষেপণ রদ করা হয়েছিল। পরবর্তী উৎক্ষেপণ কবে হবে তা ইসরোর তরফে জানানো হয়নি। সেই নিয়ে সব মহলেই জল্পনা চলছিল।
সূত্রের খবর, এই বিষয়ে ইসরোর বিজ্ঞানীদের একাংশ চেয়েছিলেন, আরও ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করার পর নতুন করে চন্দ্রযান-২ উৎক্ষেপণ করা হোক। তবে এই বিষয়ে তদন্ত করার জন্য তৈরী হওয়া কমিটির হাতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছিল। সেই মতো কমিটি সবুজ সিগন্যাল দেওয়ার পরই আগামী ২২জুলাই উৎক্ষেপণের দিন ধার্য করা হয়েছে বলে খবর।
তবে এবারে রাতের বদলে দুপুরে হবে উৎক্ষেপণ। ২.৪৩ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সেই জিএসএলভি মার্ক-থ্রি রকেটে করেই চন্দ্রযান-২-এর উৎক্ষেপণ হবে। প্রথমে ইসরো জানিয়েছিল, আগামী ছ'মাসের আগে চন্দ্রযান-২-এর উৎক্ষেপণ সম্ভব নয়। কিন্তু তদন্তকারী কমিটি রিপোর্টে জানায়, খুব সামান্য অংশেই সমস্যা ছিল। ইঞ্জিনিয়াররা তা ইতিমধ্যেই সারিয়ে ফেলেছেন। তারপর বিজ্ঞানীরাও সমস্ত পরিস্থিতি খুঁটিয়ে দেখেন। সম্পূর্ণ রিপোর্ট খতিয়ে দেখার পর তাঁরা আশ্বস্ত হন এই মাসের শেষে নতুন করে চন্দ্রযান-২ উৎক্ষেপণে কোনো সমস্যা নেই।
আগেও যেটা বলা হয়েছিল, চাঁদের দক্ষিণ মেরুতে 'বিক্রম' অবতরণ (সফট ল্যান্ডিং) করবে, এটা একটা কঠিন চ্যালেঞ্জ ইসরোর জন্য, যা আগে কখনও হয়নি। এই অবতরণ তাই যথেষ্ট গুরুত্বপূর্ণ চন্দ্রযান -২-এর জন্য। তার পাশাপাশি সঙ্গী রোভারটি (প্রজ্ঞান) ক্রমাগত এক পক্ষকাল ধরে ঘুরে চাঁদের মাটিতে বিভিন্ন রকম পরীক্ষা-নিরীক্ষা চালাবে।
Reaching greater heights is part physics and part faith. Thank you for giving us more than enough of the latter! #Chandrayaan2 #GSLVMkIII #ISRO pic.twitter.com/CJIfDjmSUc
— ISRO (@isro) July 18, 2019
Chandrayaan 2 is ready to take a billion dreams to the Moon — now stronger than ever before! Join us for the launch on Monday — 22 July, 2019 — at 2:43 PM IST.
— ISRO (@isro) July 18, 2019
#Chandrayaan2 #GSLVMkIII #ISRO pic.twitter.com/4ybFcHNkq6