‘চন্দ্রায়ন ২’ এত দিনের অপেক্ষার পর আজ তার গন্তব্যের জন্য রওনা দিতে চলেছে| এটি আজ দুপুর ২ টো ৪৩ মিনিটে আইএসআরও(ISRO)-র তরফ থেকে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হবে| এর আগে ১৬ই জুলাই এটি লঞ্চ করার পরিকল্পনা ছিল যা বাতিল হয়, জ্বালানি লিক করার কারণে| তবে আজ এটি নিজের লক্ষ্যের জন্য রওনা দেবেই এমনি জানা যাচ্ছে| লক্ষ্য হলো চাঁদ! কাউন্টডাউন শুরু ইতিমধ্যেই...
সূত্রের খবর, এটি চাঁদে গিয়ে চাঁদের ডার্ক সাইড অর্থাৎ অন্ধকার দিকটি নিয়ে পর্যবেক্ষণ করবে| সেখান থেকে নানা তথ্য পাঠাবে পৃথিবীতে| এই ‘চন্দ্রায়ন ২’ এর উচ্চতা ৪৪ মিটার অর্থাৎ একটি ১৫ তলা বাড়ির সমান এর উচ্চতা| ‘চন্দ্রায়ন ২’ যানটিকে চাঁদ অবধি নিয়ে যাওয়ার জন্য থাকছে জিএসএলভি(GSLV) মার্ক ৩, যে ‘চন্দ্রায়ন ২’ কে নিয়ে রওনা দেবে এবং যার নাম দেওয়া হয়েছে 'বাহুবলী'| সব মিলিয়ে ওজন হবে ৬৪০ টন| বাঙালি বিজ্ঞানী চন্দ্রকান্ত কুমারের তৈরী অ্যান্টেনার সাহায্যেই চন্দ্রযান-২ পাড়ি দিচ্ছে চাঁদে।
জিয়ো বাংলার তরফ থেকে রইলো অনেক শুভকামনা এই ‘চন্দ্রায়ন ২’ এর জন্য|