সাবর্ণ রায়চৌধুরী পরিবারের চন্ডী পুজো

কলকাতার ঐতিহ্যবাহী পরিবারগুলির মধ্যে অন্যতম হল সাবর্ণ রায়চৌধুরীর পরিবার। আর সেই পরিবারের পুজো মানেই তা ঐতিহ্যশালী হবেই। তেমনই এক বিখ্যাত পুজো হল তাঁদের চন্ডীপূজা। এবছর ২২৬ তম বর্ষে পর্দাপন করল তাঁদের চন্ডীপূজা। সেই মহেশচন্দ্র রায়চৌধুরীর সময় থেকে এই পুজো চলে আসছে, এই পুজো মহেশ ভবনের পারিবারিক পুজো। এত বছর পেরিয়েও আজও তাঁদের চন্ডীপূজা খুবই বিখ্যাত। সেই পরিবারের সদস্য ও ৩৬তম বংশধর, শুভদীপ রায় চৌধুরী-র কাছ থেকে জানলাম তাঁদের পুজোর নেপথ্য কথা।

একটু একটু করে এই ঐতিহ্যবাহী পুজো রায় চৌধুরী পরিবারের ৩৫তম৩৬তম পুরুষের হাত ধরে এগিয়ে চলেছে। তন্ত্র মতে আয়োজিত এই পুজো দেখতে প্রতিবছর ভিড় করেন বহু দর্শনার্থী। পঞ্চমীতে পুজো হয় ও পারিবারিক উৎসব পালন করা হয় ও এই দিনটিকে মায়ের জন্মদিন হিসাবে মানা হয়, অষ্টমী নবমীতে পুজো হয় মায়ের। মূল ঘট ও তাতে বসানো ডাবটিকে মায়ের মুখ হিসাবে দেখা হয় ও ডাবের শিসকে মায়ের নাক হিসাবে দেখা হয়। এই পরিবারে প্রায় ২২০০০ সদস্য আজও বর্তমান। পঞ্চমী ও অষ্টমীতে মূল পুজো ও ভোগ হয় পরিবার থেকে এবং পরিবারের সদস্য ও বাইরের আগতরা ছাড়াও পুজো দেন প্যান্ডেল, আলোকসজ্জা ও বিভিন্ন সাজ-সরঞ্জামের যারা কর্মী আসেন তারাও, পুজো দিয়েই কাজ শুরু করেন তারা। ডাবেই মূল পুজো করা হয় কারণ স্বপ্নাদেশে নাকি 'মা চন্ডী' এমনই আদেশ দিয়েছিলেন যে সশীস ডাব দিয়ে তাকে দুর্গা পঞ্চমীর দিন প্রতিষ্ঠা করতে ও অগ্রহায়ন মাসের অষ্টমীনবমী তিথিতে তাকে পুজো করতে। এবং সেই নিয়মানুসারে এই পুজো হয়ে চলেছে। এই পুজোর আরতি, মায়ের দর্শন ও বেশ কিছু ভক্তের সাথে কথোপকথনের মুহূর্ত ধরা পড়ল জিয়ো বাংলার ক্যামেরায়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...