আট বছর বয়সে সেরার খেতাব

আচ্ছা, আমাদের সাধারণ জ্ঞান কি বলে? অন্ততঃ ১৫ বছর বয়স না হলে বাচ্চাদের মস্তিষ্কের বিকাশ হয়না। যদিও অল্প বয়স থেকেই বিভিন্ন প্রতিযোগিতায় আমরা আমাদের সন্তানদের অংশগ্রহণ করিয়ে থাকি, কিন্তু তার সম্পূর্ণ বিকাশ হতে বেশ কিছুদিন সময় লাগে। কিন্তু এমন ধারণা একেবারে পাল্টে দিল ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভূত আট বছর বয়সী আরভ অজয়কুমার'দ্য ইউকে প্রাইমারি ম্যাথস চ্যালেঞ্জ' প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ব্রিটেনের'বছর থেকে বারো বছর বয়সী পড়ুয়ারা। কিন্তু আরভের মেধার তীক্ষ্নতা দেখে তাকে এই প্রতিযোগিতায় অংশ নিতে বলা হয়। এবং সে যথেষ্টই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ন হয়েছে এই প্রতিযোগিতায়। রীতিমতো সোনা জিতে সকলকে চমকে দিয়েছে আরভ। মাত্র দু'বছর বয়স থেকেই অঙ্কের প্রতি যথেষ্ট আগ্রহ আরভের। বয়সের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মেধার তীক্ষ্নতা। দু'বছর পর হাই আইকিউ সোসাইটি 'মেনসা'য় অন্তর্ভুক্ত হয় আরভ। চার বছর বয়সী ছোট্ট ছেলেটির আইকিউ লেভেল তখন ১৫২। তবে মেনসা ডঃ পিটার কঙ্গডন-এর মতে এই ধরণের মেধা কিছু কিছু বাচ্ছাদের মধ্যে দেখা যায়, তাদের বিশেষ মেধাসম্পন্ন শিশু বলা হয়। তিনি জানান, আইকিউ লেভেল ১৩০ বা তার বেশি হলে তাকে বিশেষ মেধাসম্পন্ন হিসেবে মেনে নেওয়া হয়। এক্ষেত্রে আরভের আইকিউ লেভেল ১৫২। তাই খুব অস্বাভাবিক কিছু নয়।

   আরভ নিজের সম্বন্ধে বলতে গিয়ে বলছে, দুই বছর বয়স থেকেই অঙ্ক তার প্রিয় বিষয়। বাড়িতে বসে বিভিন্ন বই পড়ে কিভাবে অঙ্কের সমাধান করা যায়, তার চেষ্টাই করত সে। অঙ্কে একটাই উত্তর পাওয়া যায়, সেই কারণেই মূলতঃ অঙ্ক আরভের প্রিয় বিষয়। এইভাবেই আরভ তার নিজের পছন্দের বিষয় নিয়ে এগিয়ে যাক নিজের গন্তব্যের দিকে, পরিণত বয়সে যেন আরভ একজন তুখোড় অঙ্কবিদ হয়ে উঠতে পারে সেই কামনা করব আমরা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...